সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮, ০৪:৩২:০০

জন্মমৃত্যুর তারিখেও রহস্যজনক মিল শ্রীদেবী আর দিব্যা ভারতীর!

জন্মমৃত্যুর তারিখেও রহস্যজনক মিল শ্রীদেবী আর দিব্যা ভারতীর!

বিনোদন ডেস্ক : বলিউড জুড়ে এখন শুধুই শোকের ছায়া। শ্রীদেবীর আকস্মিক মৃত্যু বলিউডে বড় শূন্যস্থান তৈরি করেছে। ১৯৯৩ সালেও বলিউডে একই ভাবে শূন্যস্থান তৈরি করে চলে গিয়েছিলেন দিব্যা ভারতী। সেই সময়ে রবিনা ট্যান্ডন ও অনিল কাপূরের সঙ্গে 'লাডলা' ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন দিব্যা ভারতী।

তবে নায়িকার আকস্মিক মৃত্যুর কারণে পরিচালক রাজ কনওয়ার দিব্যা অভিনীত চরিত্রটি করার জন্য বেছে নেন শ্রীদেবীকেই। শ্রীদেবী ও দিব্যা ভারতীর চেহারায় অনেক সাদৃশ্য ছিল বলেও অনেকেই মনে করতেন। তাই পরিচালক সেই চরিত্রটির জন্য বেছে নেন শ্রীদেবীকেই। কিন্তু শুধু চেহারায় নয়, অন্য আর একটি জায়গাতেও দু'জনের মধ্যে অদ্ভুত মিল খুঁজে পেয়েছিলেন 'লাডলা' ছবির কলাকুশলীরা।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে রবিনা ট্যান্ডন জানান, ছবিতে একটি সংলাপ ছিল, যেটি বলার সময়ে দিব্যা ভারতী বার বার আটকে যেতেন। অদ্ভুত ভাবে, ৬ মাস পরে শ্রীদেবীর সঙ্গে শ্যুটিং শুরু হলে, সেই সংলাপে এসেই বার বার আটকে যেতেন তিনিও।

রবিনা জানান, এই কাকতালীয় ঘটনার সাক্ষী হয়ে সেটে উপস্থিত সকলেই বেশ ভয় পেয়েছিলেন। শেষে শক্তি কপূরের পরামর্শে গায়ত্রী মন্ত্র পড়ে আবার শ্যুটিং শুরু হয়। ছবিটি মুক্তি পায় ১৯৯৪ সালের ২৫ মার্চ।

শেষতম মিলটি শুনলে আপনিও ঘাবড়ে যাবেন। দিব্যা ভারতীর জন্মদিন ২৫ ফেব্রুয়ারি। আর শ্রীদেবী চলে গেলেন ২৪ ফেব্রুয়ারি রাত ১১টা নাগাদ। যদিও যখন খবরটা পাওয়া গেল তখন ২৪ ফেব্রুয়ারি নেই। তারিখটা সেই ২৫ ফেব্রুয়ারিই।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে