সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮, ০৪:৪২:১০

এখন কে হবেন শ্রীদেবীর ২১০ কোটি টাকা মালিক?

এখন কে হবেন শ্রীদেবীর ২১০ কোটি টাকা মালিক?

বিনোদন ডেস্ক: শ্রীদেবীর ২১০ কোটি টাকা- ভারতীয় সিনেমা জগৎ ‘দেবী’-হারা! অকাল-প্রয়াণে স্তব্ধ গোটা দেশ। দুবাইয়ে এক অনুষ্ঠানে গিয়ে শনিবার (২৪ ফেব্রুয়ারি) আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কিংবদন্তি অভিনেত্রীর।

বর্ণময় ক্যারিয়ারে করেছেন প্রায় তিনশরও উপর ছবি। নিজের সময়ে একসময় তিনিই ছিলেন ‘হায়েস্ট পেড’ অভিনেত্রী। পুরুষতান্ত্রিক বলিউডে মহিলাদের ‘অধিকার’ ছিনিয়ে নেওয়ার লড়াইয়েও ‘সামিল’ রূপসী অভিনেত্রী।

তাকে বলা হতো নায়িকাদের মধ্যে ‘অমিতাভ বচ্চন’। যাই হোক, তার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ কিন্তু আকাশছোঁয়া!

রুপলি পর্দা থেকে ‘অবসর’ নিলেও প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন কয়েকবছর আগে ‘ইংলিশ ভিংলিশ’ ছবির মাধ্যমে। হিন্দি ছাড়াও শ্রীদেবীকে দেখা গেছে তামিল, তেলুগু, মালয়ালম, কানাড়া ছবিতে।

ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, স্বামী বনি কাপূর ও শ্রীদেবীর সম্পত্তির পরিমাণ ৩৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২১০ কোটি টাকা।

শ্রীদেবী নিজে যেমন ডাকসাইটে অভিনেত্রী হিসেবে তিন দশক চুটিয়ে রাজত্ব করেছেন, তেমনই বনি কাপূর বলিউডের বিখ্যাত প্রযোজক। দু’জনের সম্পত্তি তাই এমন বিপুল হওয়া আশ্চর্যের কিছু নয়।

এখন কে হবেন শ্রীদেবীর ২১০ কোটি টাকা মালিক? এত সম্পত্তি স্বাভাবিকভাবেই পাবেন মেয়েরা, কিন্তু তা কী কোনোদিন মায়ের অভাব পূরণ করতে পারবে?
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে