সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:৩৫:০২

এমন আগুন রূপ ধরে রাখাটাই কি কাল হয়ে উঠল শ্রীদেবীর?

এমন আগুন রূপ ধরে রাখাটাই কি কাল হয়ে উঠল শ্রীদেবীর?

বিনোদন ডেস্ক: এত সুন্দর, এত ফিট একটা মানুষ কিভাবে আচমকা চলে যেতে পারেন? শ্রীদেবীর মৃত্যু নিয়ে একটা প্রশ্ন- এত তাড়াতাড়ি? সত্যিই তো, তাঁর মুখে বয়সের ছাপ পড়েনি। ডিজাইনারদের পছন্দের তালিকায় আজও তিনি ছিলেন উপরের দিকে। এতটুকু বাড়তি মেদ ছিল না শরীরে। এরকম একজন মানুষের মৃত্যু স্বাভাবিকভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তবে কি এই অসাধারণ রূপের পিছনে ছুটেই প্রাণ দিলেন অভিনেত্রী? পিছু ছাড়ছে না এরকম প্রশ্নও।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয় পড়েছে বেশ কিছু কারণ। তাঁর মৃত্যু নিয়ে উঠেছে নানা রকমের দাবি। গুজব ছড়াতে শুরু করেছে যে, লিপ সার্জারির জেরেই শ্রীদেবীকে এমন সমস্ত ওষুধ খেতে হত যার জেরে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বেশ কয়েকটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, স্লিম ও সুন্দর থাকার জন্য শ্রীদেবী এমন কিছু ওষুধ খেত যার জেরে হার্টে মারাত্মক প্রভাব পড়েছে ৷ এমনকি তিনি নাকি বয়স ধরে রাখার জন্য নিয়মিত যেতেন সাউথ ক্যালিফোর্নিয়ার একটি ক্লিনিকে। এমনটাও শোনা যাচ্ছে।

শ্রীদেবীকে কাছ থেকে দেখেছেন এমন একজন লিখেছেন, শরীরের মেদ ঝরাতে, মুখ থেকে বয়সের রেখা সরাতে নাকি যথেষ্ট চাপে ছিলেন শ্রীদেবী। পিয়ালি গঙ্গোপাধ্যায়ের সেই লেখা নিয়ে রীতিমত ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। একতা কাপুর সহ অনেকেই এমন দাবি নস্যাৎ করে দিয়েছেন। আবার অনেকেই এই কারণকে একেবারে উড়িয়ে দিতে পারছেন না।

তবে চিকিৎসকেরা এই বিষয় মানতে নারাজ ৷ চিকিৎসকেরা জানিয়েছেন, যে সমস্ত ওষুধ বা ড্রাগসের নাম ওয়েবসাইটগুলিতে লেখা হয়েছে তা থেকে কারোর হার্টের সমস্যা হওয়ার কোনও সম্ভাবনা নেই ৷-কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে