মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:৪৪:৩৫

শ্রীদেবীর মৃত্যুর সঙ্গে জড়িয়ে গেলেন এই মার্কিন গায়িকা?

শ্রীদেবীর মৃত্যুর সঙ্গে জড়িয়ে গেলেন এই মার্কিন গায়িকা?

বিনোদন ডেস্ক : শ্রীদেবীর মৃত্যুর সঙ্গে জড়িয়ে গেলেন এই মার্কিন গায়িকা? ২০১২ সালের ফেব্রুয়ারি মাস৷ লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিল্টন হোটেলের একটি ঘরের বাথটব থেকে উদ্ধার হয়েছিল পপ সম্রাজ্ঞী হুইটনি হিউস্টনের দেহ৷ গ্র্যামি নাইটের ঠিক একদিন আগে৷ মাত্র ৪৮ বছর বয়সে থেমে যায় তাঁর জীবন৷ ময়নাতদন্তের রিপোর্টে গায়িকার রক্তে মারিজুয়ানা পাওয়া গিয়েছিল৷

২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি৷ দুবাইয়ের একটি হোটেলের বাথটবে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় বলিউডের হার্টথ্রব নায়িকা শ্রীদেবীকে৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ প্রথমে বলা হয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি৷ ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় তাঁর রক্তে অ্যালকোহল পাওয়া গিয়েছে৷

শ্রীদেবীর মৃত্যুর সঙ্গে অনেকেই পপ সম্রাজ্ঞী হুইটনি হিউস্টনের তুলনা টানছেন৷ দু’জনেই হোটেলের বাথটবে মারা যান৷ দু’জনের শরীরে মাদকের প্রমাণ মিলেছে৷ দু’জনেরই অকাল প্রয়াণ হয়েছে৷

দু’জনের ময়নাতদন্তের রিপোর্টে ‘দুর্ঘটনাবশত মৃত্যুর’ কথা বলা হয়েছে৷ দুবাই প্রশাসন শ্রীদেবীর ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনার পর এখন ফেসবুকে এই নিয়ে চর্চ্চা শুরু হয়েছে৷ বলিউড অভিনেত্রী সিমি গেরেওয়ান একটি টুইট করে দুই তারকার মৃত্যুর মধ্যে সাদৃশ্যের কথা তুলে ধরেন৷

মাত্র ৫৪ বছর বয়সে বিদায় জানিয়েছেন শ্রীদেবী৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ৷ দুবাইয়ের এক হোটেলের বাথটাবে অকস্মাত মৃত্যু হয় শ্রীদেবীর৷ প্রথমে বলা হয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি৷

কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে জ্ঞান হারিয়ে দম বন্ধ হয়ে মারা গিয়েছেন শ্রীদেবী৷ এমনকী তাঁর রক্তে অ্যালকোহলও পাওয়া গিয়েছে৷ মত্ত অবস্থায় বেসামাল হয়ে পড়াকে মৃত্যুর কারণ হিসাবে তুলে ধরা হচ্ছে৷ ময়নাতদন্তের রিপোর্টেও ‘দুর্ঘটনাবশত মৃত্যু’র কথা উল্লেখ করা হয়েছে৷ -কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে