বিনোদন ডেস্ক : শ্রীদেবীর মৃত্যু রহস্য নিয়ে আপাতত ব্যস্ত গোটা ভারত৷ সোশ্যাল নেটওয়ার্ক শ্রীদেবীর ছবিতে ছয়লাপ৷ নায়িকার মৃত্যুর শোকপ্রকাশে একের পর এক ট্যুইট, ফেসবুক পোস্ট! কিন্তু যখন গোটা বলিউড শ্রীদেবীর মৃত্যুর খবরে বুঁদ সেই সময়, সিরিয়ার জ্বলছে আগুন, মরছে মানুষ, পড়ছে বোম৷
একের পর ছবি আসছে সামনে, আহত শিশু, কাঁন্নার শব্দ৷ আর কিছু নয়, সিরিয়া চাইছে একটু শান্তি, বেঁচে থাকার অধিকার, মানবিকতা! ট্যুইটারে ঠিক এইরকমই একটা পোস্ট করে ভাইরাল হলেন বলিউডের অভিনেত্রী এষা গুপ্তা৷
ট্যুইটে নায়িকা লিখলেন, ‘আমি ভাবতে চাই না, কোন দেশ, কোন সরকার বা প্রশাসন৷ আমি শুধু বলতে চাইছে মানবিকতার মৃত্যু হয়েছে, সিরিয়ায় রক্ত ঝড়ছে৷ এখনই এগুলো বন্ধ হওয়া উচিত!’
এমটিনিউজ/এসএস