বিনোদন ডেস্ক : দুবাই পুলিশের ছাড়পত্র পাওয়ার পর শ্রীদেবীর মৃতদেহ এখন মুম্বাইয়ের পথে। শ্রীদেবীর মৃত্যু সংক্রান্ত মামলা ক্লোজ করার ঘোষণা দিয়ে স্বজনদের কাছে তার মৃতদেহ হস্তান্তর করে দুবাই পুলিশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীদেবীর মরদেহ বিমানবন্দরের পথে ছিল। এর আগে দুবাইয়ের মিডিয়া অফিসের এক টুইটে জানানো হয়, দুবাই পাবলিক প্রসিকিউশন ভারতীয় অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুকে ঘিরে তদন্ত সম্পন্ন হওয়ার পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের অনুমোদন দিয়েছে।
ওদিকে, প্রিয় তারকাকে শেষবারের মতো দেখার জন্য মুম্বাইয়ে তার বাড়ির সামনে উপস্থিত হয়েছেন ভারতীয় সিনেমা জগতে তারকারাসহ অসংখ্য মানুষ।
উল্লেখ্য, শ্রীদেবীর মৃত্যু রহস্য যেন আরও জটিল হয়ে উঠছে৷ একের পর এক প্রশ্ন উঠছে দুবাইয়ের হোটেলের বাথরুমে শ্রীদেবীর অকস্মাৎ মৃত্যু নেই৷ সঙ্গে প্রশ্ন উঠছে শ্রীদেবীকে একা হোটেলে রেখে তার স্বামী বনি কাপুরের দুবাই থেকে মুম্বাই আসার ঘটনাও৷
সূত্রের খবর অনুযায়ী, দুবাই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে বনি কাপুর৷ শ্রীদেবীর মৃত্যুর নানা দিক নিয়ে প্রশ্ন করা হচ্ছে তাকে৷ ঘটনায় ইতিমধ্যেই শ্রীদেবীর স্বামী বনি কাপুর ও হোটেলের কর্মীদের বয়ান নেওয়া শুরু করেছেন তদন্তকারীরা।
বনি কাপুরকে আপাতত দুবাই ছাড়তে নিষেধ করেছে সেদেশের লিগ্যাল সেল। খতিয়ে দেখা হচ্ছে শ্রীদেবীর কল লিস্ট। তবে প্রথমে হৃদরোগে আক্রান্ত হয়ে পরবর্তী কালে বাথটাবের জলে ডুবে মৃত্যুর কথা বলা হয়েছে।
এভাবে অভিনেত্রীর মৃত্যুতে ক্রমাগত তথ্য পরিবর্তন হওয়ায় উঠে আসছে একাধিক প্রশ্ন। তদন্তে সামনে আসছে পাঁচটি কারণ। এই পাঁচটি কারণে তদন্তকারীদের সন্দেহে বণি কাপুর।
১) শ্রীদেবীর স্বামী বনি কাপুর শনিবার সন্ধ্যা ৬.২৫ নাগাদ বাথরুমের দরজা ভেঙে দেহ উদ্ধার করলে পুলিশকে কেন ৯টার সময় খবর দেওয়া হল?
২) পুলিশকে খবর দেওয়ার বদলে প্রথমে কেন তার কোনও বন্ধুকে ফোন করেছিলেন বনি কাপুর?
৩) হোটেলের জরুরিকালীন অবস্থার সহায়তা কেন বনি কাপুর নেননি?
৪) শ্রীদেবীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কথা প্রথমে কে বলেছিলেন?
৫) শেষ ৪৮ ঘণ্টায় একই নম্বরে একাধিকবার ফোন কেন?
এইসব প্রশ্নের কারণে তদন্তকারীদের সন্দেহের তীর এখন বনি কাপুরের দিকে! তবে এখনো তাকে আটক না করলেও দুবাই ছাড়তে নিষেধাজ্ঞা জারি হয়েছে বনি কাপুরের বিরুদ্ধে।
জানা গিয়েছে দুপুর ৩ টার (বাংলাদেশ সময়ে ৫টা) মধ্যে দুবাইয়ের সরকারি অফিস বন্ধ হয়ে যাওয়ার ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া ও মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয় মঙ্গলবার। আর আজ সবকিছু সম্পন্ন হওয়ার পর শ্রীদেবীর মৃতদেহের ছাড়পত্র দেয় দুবাই প্রশাসন।
এমটিনিউজ/এসএস