মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮, ০৬:৫৫:৫৭

বনি কাপুরের পাসপোর্ট জব্দ করা নিয়ে যা বললো দুবাই পুলিশ

বনি কাপুরের পাসপোর্ট জব্দ করা নিয়ে যা বললো দুবাই পুলিশ

বিনোদন ডেস্ক : শ্রীদেবীর মৃত্যুর ঘটনায় তার স্বামী বনি কাপুরের পাসপোর্ট জব্দ করা হয়েছে বলে খবর প্রকাশ হলেও দুবাই পুলিশের তরফে বলা হয়েছে, সংবাদটি গুজব, দুবাই পুলিশ কোন পাসপোর্ট জব্দ করেনি! দুবাই পুলিশ শ্রীদেবী মৃত্যু মামলা বন্ধ রয়েছে।

পাবলিক প্রসিকিউশন তাদের তদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে অভিনেত্রীর দেহাবশেষ হস্তান্তর করেছে। মুম্বাইয়ে শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন করা জন্য মৃতদেহ এমন মুম্বাইয়ে পথে। মান-অভিমান ভুলে অর্জুন কাপুর আজ সকালে তার পিতার পাশে দাঁড়িয়ে ছিলেন এবং মুম্বাইয়ে পৌঁছে আনুষ্ঠানিকতা শেষ করার জন্য তার পিতাকে সাহায্য করেছিলেন।

উল্লেখ্য, হৃদরোগে নয়, দুবাইতে বলিউডের কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবী 'দুর্ঘটনাবশত জলে ডুবে' মারা গেছেন বলেই তার ফরেনসিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। দুবাই পুলিশের সূত্রে এ খবর সোমবার বিকালে নিশ্চিত করা হয়েছে।

স্বামীর সঙ্গে নৈশভোজে যাওয়ার জন্য তৈরি হওয়ার আগে শ্রীদেবী নাকি স্নান করতে বাথরুমে ঢোকেন। কিন্তু মিনিট পনেরো পার হয়ে গেলেও তার কোনও সাড়াশব্দ না-পেয়ে স্বামী বনি কাপুর বাথরুমের দরজা ভেঙে শ্রীদেবীকে যখন উদ্ধার করলেন তখন সব শেষ। আধঘন্টার ব্যবধানে সব আনন্দ বদলে যায় শোকে। চিরদিনের মতো নিথর হয়ে যায় স্বপ্ন কি রানি।

এই মৃত্যু কি নিতান্তই স্বাভাবিক? পরিস্থিতি অন্যদিকে মোড় নেওয়ার আগেই আসরে নামে কাপুর পরিবার। একতা কাপুর টুইট করে জানান, হৃদরোগের কোনও সমস্যা ছাড়াই জনসংখ্যার এক শতাংশ মানুষ কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান। এটাই সত্য। শেষ পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্টও জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই স্নান করার সময়ে বাথটাবের জলে ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর৷

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে