বিনোদন ডেস্ক : দিন কয়েক আগেই ইন্টারনেট জুড়ে ঘোরাঘুরি করছিল একটাই মুখ। প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার। দক্ষিণের এই অভিনেত্রীর চোখ মারার ভিডিও ভাইরাল হয়ে যায়। যদিও সেসব এখন চাপা পড়ে গিয়েছে একটাই খবরে। বিদায় নিয়েছেন বলিউডের 'চাঁদনী'। তাই সব যেন অন্ধকার। এবার শ্রীদেবীকেই গান গেয়ে শ্রদ্ধা জানালেন সেই প্রিয়া।
ট্যুইটারে সেই ভিডিও পোস্ট করেছেন তিনি। গানটি নিজের গলাতেই গেয়েছেন তিনি। তলায় ক্যাপশনে লিখেছেন, "History never really says goodbye. History says, 'See you later." (ইতিহাস সত্যিই কখনও বলে না শুভ বিদায়। ইতিহাস বলে, 'আবার দেখা হবে।')
সম্প্রতি দক্ষিণের 'ওরু আদার লাভ' ছবিতে অভিনয় করেছেন প্রিয়া। আর সেই ছবির 'মানিক্যা মালারায়া পুভি' গানটিতে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। তিনি নিজে বেশ কিছু গান গেয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর জন্যও তাকে তারিফ করা হয়েছে। শ্রীদেবীর মৃত্যু নিয়ে একাধিক ট্যুইট করেছেন তিনি।
শনিবার রাতে দুবাইয়ের হোটেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রীদেবী। আপাতত সব বিতর্কের পর অবশেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে শ্রীদেবীর দেহ। বুধবার হতে তার শেষকৃত্য।
এমটিনিউজ/এসএস