বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের কাপুর পরিবারের ঝাঁ চকচকে বাড়ির সামনে এই মুহুর্তে ক্রমেই জড়ো হতে শুরু করেছেন তার ভক্তরা। রয়েছে মিডিয়ার ফ্ল্যাশবাল্বের ঝলকানি। ক্রমাগত একের পর এক তারকাদের আশা যাওয়া লেগে রয়েছে বাড়িতে। কিন্তু এই ঔজ্জ্বল্য, স্টারডামের প্রাচুর্য থেকে অনেক দূরে তামিলনাড়ুর ছোট্ট গ্রাম শিবকাশী আজ একলা।
ঘরের মেয়ের মৃত্যু সংবাদ রোববার থেকে থমথমে করে রেখেছে এই গ্রামকে। বাবা আয়াপ্পান যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তখন একবার তার হয়ে প্রচার করতে তামিলনাড়ুর বিরুধনগরের শিবাকাশীতে আসেন শ্রীদেবী। তার পৈতৃক বাসভবনে এই তামিলনাড়ুর এই ছোট্ট গ্রামে। সেখানের মানুষ শ্রীদেবীর প্রতিটি সাফল্যকে উদযাপন করেছেন সময়ে সময়ে।
আর এভাবে সেই ঘরের মেয়ের মৃত্যু সংবাদ জানতে হবে, তা ভাবতে পারছেন না এলাকাবাসী। শ্রীদেবীর পৈতৃক বাড়ির সামনে অভিনেত্রীর ছোট্টবেলার ছবি রেখে তাকে শ্রদ্ধা জানাচ্ছে এই শোকাহত গ্রাম। শিবকাশীতে নেই তারকাদের আনাগোনা। সেভাবে নেই ফ্ল্যাশবাল্বের ঝলকানি। তবে মুম্বইয়ের মতো শিবকাশীও চোখের জলে এই মৃত্যুকে মেনে নেওয়ার চেষ্টা করছে।
মুম্বাই হয়তো শ্রীদেবীকে জনপ্রিয়তার শিখর চিনিয়েছে, কিন্তু ছোট্ট গ্রাম শিবকাশী তাকে আজও সমান স্নেহ, আদর, আর আন্তরিকতা দিয়েই দেখে। তাই যখন গ্রামের মেয়ের 'মরদেহ' দুবাই থেকে রওনার খবর পেয়েছে শিবকাসী, তখন আবারও অশ্রুসজল মুখগুলো সেখানে শোকে ভেঙে পড়েছে। আর এভাবেই ভারতের প্রথম মহিলা সুপারস্টারকে মুম্বাই থেকে তামিলনাড়ু নিজের মতো করে শ্রদ্ধা জানাচ্ছে।
এমটিনিউজ/এসএস