বিনোদন ডেস্ক: মৃত্যু রহস্য নিয়ে এখনও জট কাটেনি। বিভিন্ন তথ্য সামনে আসায় ধোঁয়াশা বাড়ছে শ্রীদেবীর মৃত্যু নিয়ে। এখনও পুরোপুরি শোকপর্ব কাটিয়ে উঠতে পারেনি বলিউড। এরই মধ্যে সামনে এল রজনীকান্ত ও শ্রীদেবীর অন্য এক কাহিনি।
রজনীকান্ত অসুস্থ! শুনে কী করেছিলেন শ্রীদেবী, জানেন? এক দক্ষিণ ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালে ‘রানা’ সিনেমার শুটিং চলাকালীন রজনীকান্ত অসুস্থ হয়ে পড়েন। প্রথমে রজনীকান্তকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় তাঁকে।
জানা গিয়েছে, শ্রীদেবী ব্যাপারটি জানতে পেরে ঘনিষ্ঠমহলে দুঃখপ্রকাশ করেন। বেশ কিছু দক্ষিণী সিনেমায় রাজনীকান্তের সঙ্গে অভিনয় করেছিলেন শ্রীদেবী। পুণেতে গিয়ে সাই বাবার মন্দিরে অভিনেতার শারীরিক অবস্থার উন্নতির জন্য কামনাও করেন তিনি।
ওই সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, শ্রীদেবীর মৃত্যুর খবর সামনে আসার পরেই রজনীকান্তের একটি ফেসবুক ফ্যান পেজ থেকে খবরটি ছড়ানো হয়।-এবেলা
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস