বিনোদন ডেস্ক : অবশেষে দুবাই থেকে মুম্বাইয়ে ফিরলো শ্রীদেবীর মরদেহ। ব্যক্তিগত বিমানে আনা হলো তার দেহ। আপাতত বিমানবন্দর থেকে বের করে আনা হয়নি মৃতদেহ।
জানা গিয়েছে, রাতেই শ্রীদেবীর মরদেহ গ্রিন করিডর দিয়ে নিয়ে যাওয়া হবে। রাতে রাখা থাকবে ভাগ্য বাংলোয়। বুধবার বিকাল সাড়ে তিনটা নাগাদ মুম্বাইয়ের ভিলে পার্লে সেবা সমাজ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে শ্রীদেবীর। তবে বুধবার সকাল সাড়ে নটা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মুম্বাই স্পোর্টস ক্লাবে প্রয়াত অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানানো হবে।
শ্রীদেবীর অন্তিম যাত্রার প্রস্তুতি অবশ্য শুরু হয়ে গেছে। তার ইচ্ছা অনুসারেই হবে অন্তিম যাত্রা। শ্রীদেবীর প্রিয় রঙ ছিল সাদা। একবার শ্রী বলেছিলেন, মারা যাওয়ার পর তার মৃতদেহ যেন সাদা ফুলে ঢেকে দেওয়া হয়।
শ্রীদেবীর শেষ ইচ্ছা পূরণ করার প্রস্তুতি শুরু করে দিয়েছে তার পরিবার। বুধবার অন্তিম যাত্রায় শ্রীদেবীর দেহ সাদা গোলাপে ঢেকে দেওয়া হবে। এমনকী শ্রীদেবীর বাড়ির সমস্ত পর্দাও সাদা করে দেওয়া হয়েছে। এমনকী সাদা পোষাকেই অন্তিম যাত্রায় শায়িত থাকবেন শ্রীদেবী।
মঙ্গলবারই শ্রীদেবীর দেহ দেশে ফিরিয়ে আনার ছাড়পত্র দেয় দুবাই প্রশাসন। অনিল আম্বানির পাঠানো বিমানেই শ্রীদেবীর দেহ দেশে ফিরিয়ে আনছেন বনি কাপুর, অর্জুন কাপুর ও পরিবারের বাকি সদস্যরা।
এমটিনিউজ/এসএস