মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:৪৫:৪০

যে কারণে শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে নারাজ ভারতের নেতারা!

যে কারণে শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে নারাজ ভারতের নেতারা!

বিনোদন ডেস্ক : বিনা মেঘে বজ্রপাত। শুক্রবার সকাল সকাল শ্রীদেবীর মৃত্যু সংবাদ পেয়ে এমনই অনুভূতি হয়েছিল ভারতবাসীর। ভেঙে পড়েছিলেন তার ফ্যানরা। এমনকী যারা তথাকথিত শ্রীদেবী ভক্ত নন, তারাও আহত হয়েছিলেন এ সংবাদে।

কেননা এ তো তার চলে যাওয়ার সময় নয়। সোশ্যাল মিডিয়া জুড়ে তাই নানা স্মৃতিচারণা। শ্রদ্ধা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও। কিন্তু শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে নারাজ ভারতের মধ্যপ্রদেশ বিধানসভার সদস্যরা। বিশেষত ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতারা।

সংবাদমাধ্যম নিউজএক্স-এর খবর অনুযায়ী, মধ্যপ্রদেশ বিধানসভার সদস্যরা প্রথমে শ্রীদেবীকে শ্রদ্ধা জানাবে বলেই সম্মত হয়েছিলেন। সোমবার ছিল সে রাজ্যের বাজেট অধিবেশনের প্রথম দিন। সেদিনই এই কর্মসূচি পালনের কথা ছিল।

এরমধ্যেই সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, মৃত্যুর সময় মদ্যপ ছিলেন শ্রীদেবী। সোমবার ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ হয়। জানা যায়, হার্ট অ্যাটাকে নয়, বাথটবের জলে ডুবে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। একই সঙ্গে তার রক্তে অ্যালকোহলের নমুনাও পাওয়া গিয়েছে। অর্থাৎ মদ্যপ অবস্থায় বেসামাল হয়েই মৃত্যু হয়েছে শ্রীদেবীর।

যদিও তার পারিবারিক বন্ধুরা বলছেন শ্রীদেবী মদ ছুঁতেন না। সপা নেতা তথা রাজ্যসভার সাংসদ অমর সিং সোমবারই বিস্ময় প্রকাশ করেছিলেন। একই দাবি বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীরও। শ্রীদেবী যে মদ্যপ হতে পারেন এ কথা তার বহু ঘনিষ্ঠজনেরা মেনে নিতে পারছেন না।

এদিকে মদ্যপ থাকার খবর সামনে আসা মাত্র বেঁকে বসেন বিজেপি বিধায়করা। তাদের দাবি, মদ্যপ হয়ে যিনি প্রাণ হারিয়েছেন তার জন্য বিধানসভায় শোক প্রকাশ সমিচীন নয়। মূলত তাদের আপত্তিতেই তালিকা থেকে বাদ দেওয়া হয় শ্রীদেবীর নাম।

এদিকে অভিনেত্রী যে মদ্যপ ছিলেন তা নিয়ে কোনও সংশয় নেই। তার মাথার গভীর ক্ষতচিহ্নও কিছু প্রশ্ন তুলেছিল। তবে সবদিক খতিয়ে দেখে আজ দেহ ফেরানোর ছাড়পত্র দিয়েছে দুবাই পুলিশ। ফলে মঙ্গলবার সন্ধ্যায় দেশে পৌঁছাতে পারে শ্রীদেবীর মরদেহ।

এমটিনিউজ/এসএস  ‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে