বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০৮:৫৬:৩০

টুইট কাণ্ডের পর ‘বিগ বির’ নতুন পদক্ষেপ!

টুইট কাণ্ডের পর ‘বিগ বির’ নতুন পদক্ষেপ!

বিনোদন ডেস্ক : “হঠাৎ খুব অস্বস্তি হচ্ছে। কিছুতেই যেন শান্তি পাচ্ছি না।” রবিবার মধ্যরাতে ট্যুইট করেছিলেন অমিতাভ বচ্চন। তারপরই আসে শ্রীদেবীর মৃত্যু সংবাদ। যা নিয়ে অনেক দূর পর্যন্ত পানি ঘোলা অয়েছে। এবার আরও বাড়ল জল্পনা। শ্যুটিং বাতিল করলেন অমিতাভ।

রবিবার অমিতাভের আপকামিং ছবি ‘১০২ নট আউট’র একটি গানের দৃশ্যের শ্যুটিং ছিল। যে গানটি নিজে কম্পোজ করেছেন বিগ বি। যার শ্যুটিং ইতিমধ্যে বাতিল করেছেন তিনি। কবে হবে আবার শ্যুট, সেটা বলা যাচ্ছে না।

টুইট কাণ্ডের পর ‘বিগ বির’ নতুন পদক্ষেপ! যদিও ছবির পরিচালক উমেশ শুক্লা জানিয়েছেন, “কিংবদন্তি অভিনেত্রীর অকাল প্রয়াণে আমরা শোকাহত। শ্রীদেবীকে আকস্মিৎ মৃত্যুতে আমাদের এই পদক্ষেপ। এভাবেই আমরা নায়িকাকে শেষ শ্রদ্ধা জানাতে চাই। তার আত্মা শান্তি পাক।” তবে পরিচালকের এই কথায় বরফ গলেনি। অনেকে অনেক রকম ইঙ্গিত পাচ্ছে।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে