বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:২২:১৫

শ্রীদেবীর শেষকৃত্য দুপুর ২টায়

শ্রীদেবীর শেষকৃত্য দুপুর ২টায়

বিনোদন ডেস্ক : শ্রীদেবীর শেষকৃত্য দুপুর ২টায়। বলিউডের কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবীর মরদেহ মুম্বাইতে পৌঁছেছে। মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে নয়টায় মরদেহ বহনকারী ব্যক্তিগত বিমানটি বিমানবন্দরে পৌঁছায়।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর মরদেহ মুম্বাইয়ের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে নেয়া হয়েছে। বহুমুখী প্রতিভাধর এ অভিনেত্রীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে বলিউড তারকা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তার অসংখ্য ভক্ত সেখানে উপস্থিত হন। শ্রদ্ধা নিবেদন শেষে বেলা দুইটায় শুরু হবে শবযাত্রা। এরপরই হবে শেষকৃত্যানুষ্ঠান।

প্রিয় তারকাকে শেষবারের মতো একনজর দেখার জন্য ভক্তকুলের এ ব্যাকুলতা। শনিবার বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই মুম্বাইয়ের মুম্বাইয়ের বাড়ি গ্রিন অক্রেসে ভীড় করেন নিয়ে যাওয়া হয়।

বুধবার সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শ্রীদেবীর মরদেহ লোখান্ডওয়ালার স্পোর্টস ক্লাব গার্ডেনে রাখা হবে। বেলা ২টায় শুরু হবে তার শবযাত্রা।

একইদিন বিকেল সাড়ে তিনটায় শেষকৃতানুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে শ্রীদেবীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে দুবাই কর্তৃপক্ষ।

দুর্ঘটনাবশত বাথটাবের পানিতে ডুবে বলিউড তারকা শ্রীদেবীর মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের পর এ তথ্য জানিয়েছে দুবাই পুলিশ। গেলো শনিবার মধ্যরাতে, পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে