বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:৩১:২০

ঐশ্বরিয়া সম্পর্কে বেশ কয়েকটি মজাদার তথ্য প্রকাশ করেছেন তার সহপাঠি

ঐশ্বরিয়া সম্পর্কে বেশ কয়েকটি মজাদার তথ্য প্রকাশ করেছেন তার সহপাঠি

বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রাই। সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউডের আলোচিত অভিনেত্রী। এক সময়ে বলিউড কাঁপানো এই অভিনেত্রী সম্পর্কে বেশ কয়েকটি মজাদার তথ্য প্রকাশ করেছেন তার এক সহপাঠি।

শিবানী নামের ওই সহপাঠি জানিয়েছেন, ঐশ্বরিয়া কলেজে একজন ব্যাক বেঞ্চার ছিলেন এবং শিক্ষক/শিক্ষিকাদের ইম্প্রেস করতে উৎসুক থাকতেন।

শিবানীর কথায়, ‘আমি মুম্বাইয়ের জয়হিন্দ কলেজে এক বছর পড়েছি‚ বিজ্ঞান বিভাগে। ঐশ্বরিয়া এক বছর পরে আমাদের কলেজে ভর্তি হয়। উনি আগে কে সি কলেজে পড়তেন।’ কে সি কলেজ আমাদের কলজের কাছেই ছিল। সেই ছেলেরা আমাদের কলেজের বাইরে এসে দাঁড়িয়ে থাকত ঐশ্বরিয়াকে দেখার জন্য।

ঐশ্বরিয়া তখনো দারুণ সুন্দরী ছিলেন। চোখ ফেরানো যেত না। সে ট্রেনে করে কলেজে আসতেন। ঐশ্বরিয়া খার স্টেশন থেকে ট্রেনে উঠতেন। মাঝে মধ্যে আমরা স্টেশন থেকে হেঁটে একসঙ্গে কলেজে যেতাম। রাস্তায় ছেলে হোক বা মেয়ে সবাই হাঁ করে ওর দিকে তাকিয়ে থাকত।

ঐশ্বরিয়ার অনেক বন্ধু ছিল। ক্লাস আরম্ভ হওয়ার ঠিক আগে ওরা ক্লাসে ঢুকত। সে সব সময়ই শেষ বেঞ্চে বসত। একমাত্র ফিজিক্স ক্লাসে ঐশ্বরিয়া প্রথম বেঞ্চে বসত। আমাদের ফিজিক্সের লেকচারার খুব কড়া ছিলেন। ঐশ্বরিয়া সব সময়ই ওকে ইম্প্রেস করার চেষ্টা করতেন।

সব শিক্ষক/শিক্ষিকারাই ওকে খুব পছন্দ করতেন। ঐশ্বরিয়া মাটির মানুষ ছিলেন। পড়াশোনাতেও বেশ ভালো ছিলেন উনি। আমাদের কলেজে সব থেকে সুন্দরী নারী হিসেবে পরিচিত ছিলেন ঐশ্বরিয়া।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে