বিনোদন ডেস্ক : মঙ্গলবার রাতেই মুম্বইতে ফেরে শ্রীদেবীর মরদেহ। শ্রী-র মরদেহ লোখন্ডওয়ালার বাসভবনে নিয়ে যাওয়ার জন্য মুম্বই বিমানবন্দরে হাজির হন অনিল কাপুর নিজে। মঙ্গলবার রাতে শ্রীদেবীর মরদেহ তাঁর বাসভবনে পৌঁছতেই বলিউড সেলেবদের সেখানে হাজির হতে দেখা যায়।
বলিউডের চাঁদনিকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হন সালমান খান, অর্জুন কাপুর, রজপাল যাদবরা। কিন্তু, ক্যামেরা দেখতেই তা এড়িয়ে যান অর্জুন কাপুর।
সৎ মা শ্রীদেবীকে দেখতে এসে মুখ ঢাকলেন অর্জুন। ক্যামেরা দেখে কেন মুখ ঢাকলেন অর্জুন কাপুর, তা নিয়ে ধ্বন্দ শুরু হয়। কিন্তু, এ বিষয়ে মুখে টু শব্দ করেননি বনি কাপুরের প্রথম পক্ষের ছেলে।
এদিকে শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে অনিল কাপুরের বাড়িতে হাজির হন অমর সিং-ও। তবে শ্রীদেবীর শেষ যাত্রায় আবেগতাড়িত হয়ে পড়েন অনিল কাপুরও। যদিও সংবাদমাধ্যমের সামনে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি শ্রীদেবীর দেওর।
এমটিনিউজ২৪/এম.জে/ এস