বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০১:৫৩:০৬

শ্রীদেবীর মরদেহ পৌঁছতেই ভেঙে পড়লেন অমিতাভ বচ্চন!

শ্রীদেবীর মরদেহ পৌঁছতেই ভেঙে পড়লেন অমিতাভ বচ্চন!

বিনোদন ডেস্ক : বুধবার শেষ পর্যন্ত দেশে ফিরলেন শ্রীদেবী। কিন্তু, কফিন বন্দি হয়ে। মুম্বই বিমানবন্দর থেকে যখন যখন লোখন্ডওয়ালার বাড়িতে ফিরল শ্রীদেবীর নিথর দেহ, সেই সময় শোকে বিহ্বল হয়ে যায় গোটা দেশ। বলিউডের চাঁদনির প্রয়ানে যখন শোকস্তব্ধ গোটা দেশ, সেই তালিকা থেকে বাদ পড়লেন না অমিতাভ বচ্চনও।

শ্রীদেবীর মরদেহ যখন মুম্বইতে পৌঁছল তখন ভেঙে পড়লেন অমিতাভ বচ্চন! সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যেন উছলে পড়ল অমিতাভের সেই আবেগ। তিনি লেখেন, ‘ফিরে এস, শুধু ফিরে এস।’ ফিরে এসে সবার মধ্যে ভালবাসা ছড়িয়ে দাও বলেও টুইটারে মন্তব্য করতে দেখা যায় বিগ বি-কে।

প্রসঙ্গত, শ্রীদেবীর মৃত্যুর খবর পৌঁছনোর আগেই ভাইরাল হয় অমিতাভ বচ্চনের টুইট। যেখানে তিনি জানান, বড় অস্থির লাগছে। কেন অস্থির লাগছে, সে বিষয়ে খোলসা করে কিছু জানাননি বিগ বি। তবে শ্রীদেবীর মৃত্যু কি আগে থেকে আশঙ্কা করেছিলেন অমিতাভ বচ্চন? উঠতে শুরু করে সেই প্রশ্ন।

এদিকে দুবাইতে ভাগ্নে মোহিত মারওয়ার বিয়েতে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী এবং বনি কাপুর। ওই বিয়েতে হাজির হয়েছিলেন জয়া বচ্চনও।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে