বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০২:৪৮:৩২

বনি কাপুর সামনে আসতেই হু হু করে কেঁদে ফেলেন বিদ্যা!

বনি কাপুর সামনে আসতেই হু হু করে কেঁদে ফেলেন বিদ্যা!

বিনোদন ডেস্ক : চোখের জলে আজ শেষ বিদায় জানানো হচ্ছে চাঁদনিকে। মুম্বইয়ের লোখন্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে যখন শ্রী-র মরদেহ রাখা হল, তখন চোখ ছলছল করে উঠল অনুরাগীদের। কান্নায় ভেঙে পড়লেন বলিউড সেলেবরাও। অমিতাভ বচ্চন, জিতেন্দ্রর পর এবার শ্রী-কে শেষ বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বিদ্যা বালান।

বনি কাপুর সামনে আসতেই হু হু করে কেঁদে ফেলেন বিদ্যা! স্বামী সিদ্ধার্থ রয় কাপুর বার বার তাঁকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু, বিদ্যার চোখের জল যেন বাঁধ মানছিল না। কোনওক্রমে নিজেকে ধরে রেখেছিলেন বিদ্যা। কিন্তু, বনি কাপুর সামনে আসতেই হু হু করে কেঁদে ফেলেন বিদ্যা। নিজেকে আর সামলাতে পারেননি আদিত্য ঘরণী।

এদিকে শ্রীদেবীকে শেষ বিদায় জানাতে বুধবার স্পোর্টস সেলিব্রেশন ক্লাবে হাজির হন বলিউডের তামাম সেলিব্রিটি। ঐশ্বর্য রাই বচ্চন থেকে কাজল, অজয় দেবগণ, সুস্মিতা সেন, ঊর্বশী রাওতেলা, হেমা মালিনী, জয়াপ্রদা, চিরঞ্জীবি প্রত্যেকে হাজির হয়ে যান শ্রী-কে শেষ শ্রদ্ধা জানাতে। শুধু তাই নয়, এক সময়ের প্রতিযোগী জয়াপ্রদাও আজ শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে গিয়ে অঝোরে কেঁদে ফেলেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে