বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০৪:২৭:১৯

শ্রীদেবীকে নিয়ে কেন এমনটি করলেন সালমান! জানা গেল নেপথ্যের কারণ!

শ্রীদেবীকে নিয়ে কেন এমনটি করলেন সালমান! জানা গেল নেপথ্যের কারণ!

বিনোদন ডেস্ক : শ্রীদেবীর প্রয়াণের পর বলিউডের তাবড় সমস্ত অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে সকলেই নিজের শোকবার্তা জাহির করেছেন। মাত্র ৫৪ বছর বয়সে বাথটবের জলে ডুবে শ্রীদেবী প্রয়াত হয়েছেন। এমন আকষ্মিক খবরে মূহ্যমান বলিউড।

যে শূন্যতা তৈরি হল তা পূরণ হওয়ার নয়, এমনটাই বলছে বলিউড। ইন্ডাস্ট্রির ভাইজান সালমান খান কিন্তু শ্রীদেবীকে নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি। স্যোশাল মিডিয়াতেও কোনও বিবৃতিও দেননি। যা নিয়ে অনেকেই স্তম্ভিত হয়েছেন। শ্রীদেবীকে নিয়ে কেন এমনটি করলেন সালমান! অবশেষে জানা গেল নেপথ্যের কারণ!

আসলে শ্রীদেবী সল্লুভাইয়ের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। এমন অভিনেত্রীর প্রয়াণে সালমান শোকে মূহ্যমান। শুধু অভিনয় বাদে আঁকা ও অন্যান্য বিষয়ে সালমান ও শ্রীদেবী নানা আলোচনা করতেন।

এমনকী সালমানই শ্রীদেবীকে আঁকার ব্যাপারে অনুপ্রাণিত করেছিলেন। পরে শ্রীদেবী নিজের আঁকা একটি ছবি সালমানকে উপহারও দেন। এহেন সালমান শ্রীদেবীর প্রয়াণের পর থেকে বেশ মুষড়ে পড়েছেন।

মঙ্গলবার রাতে লোখণ্ডওয়ালায় শ্রীদেবীর বাড়িতে গিয়ে তিনি শ্রদ্ধা জানিয়ে আসেন। এসময় তাকে খুব বিমর্ষ দেখাচ্ছিল। চুপ করে দাঁড়িয়ে ছিলেন এক পাশে। তখনও মিডিয়ায় কোনও বিবৃতি দেননি তিনি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে