বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০৫:৪৪:১৪

রজনীকান্তের জন্য সাতদিন না খেয়ে ছিলেন শ্রীদেবী! জানেন, কী কারণে?

রজনীকান্তের জন্য সাতদিন না খেয়ে ছিলেন শ্রীদেবী! জানেন, কী কারণে?

বিনোদন ডেস্ক : তিনি চলে গিয়েছেন। আজ ফিরে ফিরে আসছে শুধুই স্মৃতি। স্মৃতির পিটারায় এবার নতুন গল্প। রজনীকান্তকে নাকি খুব ভালোবাসতেন শ্রীদেবী। সাত বছর আগে, দুর্ঘটনায় আহত রজনীকান্তের শারীরিক উন্নতির জন্য টানা সাতদিন না খেয়ে ছিলেন শ্রীদেবী!

সালটা ২০১১। ‘রানা’ ছবির শ্যুটিং করতে গিয়ে চোট পান থালাইবা। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। এই খবর কানে আসতেই নায়কের মঙ্গলকামনায় উপোষ সাঁই বাবার শুরু করেন নায়িকা। শুধু তাই নয়, রজনী সুস্থ হলে শিরডির সাঁই মন্দিরে গিয়ে পুজোও দিয়ে আসেন তিনি।

এদিকে দেবী দর্শন শেষ শ্মশানের পথে সবাই। সাদা ফুলে ঢাকা গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে শ্রীদেবীকে। দুনিজেকে সব সময় ফিটফাট রাখতে পছন্দ করতেন নায়িকা। শেষ সময়টায় তাই লাল শাড়ি, গয়নায় সুন্দর করে সাজিয়ে বিদায় জানান হল অভিনেত্রীকে।

শ্রীদেবীর সঙ্গে গাড়িতে রয়েছেন স্বামী বনি কাপুর ও ছেলে অর্জুন কাপুর। দুপুর ৩ টে ৩০ মিনিটে ভিলে পারলেতে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে শ্রীদেবীর।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে