বিনোদন ডেস্ক : অন্ধ ভক্তের একি আহাজারি! ‘আমার ভাই আজ বেঁচে আছে শ্রীদেবীর জন্য’ সংসারে আছে অর্থাভাব। কিন্তু তবুও সঞ্চয়ের টাকা খরচ করে ভারতের উত্তর প্রদেশ থেকে দৃষ্টি প্রতিবন্ধী জতিন বাল্মিকি এসেছেন মুম্বাইতে। শ্রীদেবীকে শেষ বারের মতো একটু দেখতে, সম্মান জানাতে। দৃষ্টি প্রতিবন্ধী, তাই শ্রীদেবীর সিনেমা দেখার সুযোগ হয়নি তার। কিন্তু তবু একটি কারণে তিনি ভীষণ কৃতজ্ঞ শ্রীদেবীর কাছে।
জতিনের ভাইয়ের ব্রেইন টিউমার হয়েছিল। বাঁচার কোনো আশা ছিলনা। কারণ চিকিৎসায় যে পরিমাণ অর্থ প্রয়োজন ছিল, তা ছিল না তার কাছে। তাই আশা ছেড়ে দিয়েছিলেন জতিন। সেসময়ে একটি ইভেন্টে শ্রীদেবীর সঙ্গে দেখা হয় জতিনের। শ্রীদেবীকে ভাইয়ের অসুস্থতার কথা জানান জতিন। শ্রীদেবী সাথে সাথেই তাকে এক লাখ টাকা দেন। এরপর হাসপাতালের বিলের আরও এক লাখ টাকা পরিশোধ করেন শ্রীদেবী। জতিন বলেন, ‘আমার ভাই আজ বেঁচে আছে শ্রীদেবীর জন্য।’
সম্পর্কিত
জতিন আরও বলেন, ‘আমি জানি আমি তার জন্য কিছু করতে পারব না। তার ঋণ শোধ করতে পারব না। কিন্তু আমার মনে হয়েছে তার শেষ যাত্রায় আমার অংশ নেয়া উচিত। তার চলে যাওয়ার কথা শুনে আমি আমার গ্রাম থেকে মুম্বাই রওনা হয়েছি। দুইদিন অপেক্ষা করেছি তার জন্য।’
জতিনের মতোই আরও অনেক ভক্ত শেষ বারের মতো বিদায় জানাতে এসেছেন তাদের প্রিয় নায়িকাকে। দুই দিন ধরে রাস্তাতেই অপেক্ষা করছেন অনেকেই। কেউ কেউ গাছেও উঠেছেন এক নজর দেখার জন্য। অতিরিক্ত ভিড়ের কারণে পুলিশ লাঠি চার্জ করতেও বাধ্য হয়েছে। তবুও থামিয়ে রাখা যাচ্ছে না ভক্তদের ভালোবাসার এই ঢল।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস