বিনোদন ডেস্ক : শ্রীদেবীর শেষ যাত্রায় হাজির হয়েছিলেন তিনি। শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে বলিউডের অন্য সেলিব্রিটিদের সঙ্গে হাজির হয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজও। সাদা সালোয়ার কামিজের সঙ্গে গোলাপী দোপাট্টা নিয়ে মুম্বাই স্পোর্টস সেলিব্রেশন ক্লাবে হাজির হন জ্যাকলিন।
তবে সেখানে গিয়ে সলমনের ‘কিক’-এর নায়িকা যা করলেন, তা দেখে চোখে ছানাবড়া হয়ে গেল প্রত্যেকের। শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে জ্যাকি যখন মুম্বাই সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে হাজির হন, তখন তার মুখে হাসি ছিল। বেশ হাসি হাসি মুখ করেই সেখানে দেখা যায় জ্যাকলিনকে।
তার সেই ছবি ক্যামেরার ফ্ল্যাশে উঠে আসতেই জোর সমালোচনা শুরু হয়। শ্রীদেবীর মত সুপারস্টারকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে, তাকে যেন কেউ অসম্মান না জানানো হয়, সে বিষয়ে জ্যাকলিনকে সতর্কও করা শুরু করেন নেটিজেনদের একাংশ।
নেটিজেনদের একাংশের তরফে স্পষ্ট জানানো হয়, শুধু মাত্র লোক দেখানোর জন্য এভাবে আসবেন না। শ্রীদেবীকে সম্মান জানাতে এসে ওই ধরনের ব্যবহার জ্যাকলিনের না করাই উচিত ছিল বলেও আক্রমণ করা হয় বলিউডের ওই অভিনেত্রীকে।
তবে শুধু জ্যাকলিন নন, শ্রীদেবীর শেষ যাত্রায় হাজির হয়ে, হাসি দেখা যায় অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চনের মুখেও। যা নিয়ে তাকেও ট্রলড করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এমটিনিউজ/এসএস