বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০৭:৩৩:৩১

এরপরও ‘না’ করেই যাচ্ছেন শাকিব!

এরপরও ‘না’ করেই যাচ্ছেন শাকিব!

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রে টানা ১২ বছর ধরে একাই রাজত্ব করে আসছেন শাকিব খান। সম্প্রতি বিচ্ছেদের টানাপোড়নে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেও তা ক্যারিয়ারে কোনো প্রভাব পড়েনি। তিনি দিব্যি অভিনয় করে যাচ্ছেন একের পর এক নতুন সিনেমায়। দিয়ে যাচ্ছেন ভক্তদের ভিন্ন লুকে ভিন্ন কিছু উপহার। তার মুক্তি পাওয়া প্রতিটি ছবি ব্যবসায় সফল হচ্ছে। এখন তার ছবির বাজেট বড় হয়েছে। কিন্ত এরপরও একের পর এক ছবি নাকি ‘না’ করেই যাচ্ছেন এ সুপারস্টার!

শাকিবনিজের ক্যারিয়ারের এমন স্বর্ণ যুগে ছবি ফিরিয়ে দেখা দেখে বিস্মিত প্রযোজক পরিচালকরা। যেই শাকিব আগে চাহিদা মত পারশ্রমিক পেলেই ছবি করতে রাজি হয়ে যতো তাকে এখন অতিরিক্ত পারিশ্রমিকের প্রস্তাব করেও পাওয়া যাচ্ছে না। এবার এ বিষয়ে কথা বললেন শাকিব খান।

তিনি বলেন,‘‘আমি অল্প কয়েকদিনে বেশকিছু নতুন ছবির প্রস্তাব পাওয়া সত্ত্বেও ‘না’ বলতে হয়েছে। এর পেছনে অবশ্য একটা বড় কারণও রয়েছে। ছবির গল্প, বাজেট সবকিছু জানার পর আমার সঙ্গে মতের মিল হয়নি। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, দরকার হলে বছরে এক থেকে দু’টি ছবি করব।’’

‘দর্শকের কথা চিন্তা করেই আমি এটা মনস্থির করেছি। কারণ, এখন দর্শককে খুশি করতে হবে।।শাকিব আরও বলেন, দেশের বাইরে বিভিন্ন দেশে প্রায় এক কোটি বাংলাদেশি বসবাস করে। সেখানে বেশ বড় একটা ছবির বাজার তৈরি হয়েছে।’
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে