বিনোদন ডেস্ক : দুপুর পৌনে ৩ টা পর্যন্ত স্পোর্টস ক্লাবে শায়িত ছিল শ্রীদেবীর মরদেহ। এর পর মরদেহ নিয়ে রওনা দেওয়া হয় ভিলে পার্লের সেবাসমাজ শ্মশানের উদ্দেশে। সেখানে সাড়ে ৩ টার সময় শেষকৃত্য শুরু হওয়ার কথা থাকলেও এ দিন তা শুরু হয় ৫ টা নাগাদ।
৪টার পরপরই শ্মশানে পৌঁছায় তার মৃতদেহ। এসময় শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে ভিলে পার্লের শ্মশানে পৌঁছান অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মহেশ ভূপতি, প্রসূন জোশী, রণধীর কাপূর, দিয়া মির্জা এবং অর্জুন রামপাল। ভিলে পার্লের সেবাসমাজ শ্মশানের বাইরে হাজার পাঁচেক ভক্তদের জমায়েত ছিল।
বিকাল ৫.১৯ টার ভিলে পার্লের সেবাসমাজ শ্মশানে শুরু হল শ্রীদেবীর অন্ত্যেষ্টিক্রিয়া। সৎ হলে হিসেবে বড় ছেলে অর্জুন কাপুর। হিন্দুরীতি অনুযায়ী বড় ছেলে মুখাগ্নি করেন। তবে এদিন অর্জুন নয়, মরদেহে মুখাগ্নি করেন বনি কাপূর। সঙ্গে ছিলেন দুই মেয়ে জাহ্নবী এবং খুশি।
বিকাল ৫.৫৫ টা লাগাট অন্ত্যেষ্টিক্রিয়া শেষে একে একের শ্মশান চত্বর ছাড়লেন সঞ্জয় লীলা ভন্সালী, রাজকুমার হিরানি, সুধীর মিশ্র, বিধু বিনোদ চোপড়া, জে পি দত্ত, নাগমা, বিদ্যা বালন, সিদ্ধার্থ রায় কাপূর-সহ অসংখ্য বলিউড তারকা।
এমটিনিউজ/এসএস