বিনোদন ডেস্ক : শ্রীদেবীর মৃত্যুর পর তার একটা পুরনো সাক্ষাৎকার খবরের শিরোনামে উঠে এসেছে। সেই সাক্ষাৎকারে শ্রীদেবী তাঁর স্বপ্নের পুরুষ বিষয়ে বেশ কিছু স্বীকারোক্তি করেন।
বনি কাপুর নন‚ শ্রীদেবীর স্বপ্নের পুরুষ ছিলেন অন্য কেউ। ভারতীয় মিডিয়ার খবরে জানা যায়, সিনেব্লিটজ কে দেওয়া শ্রীদেবীর সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল ১৯৮৫‘র আগস্টে।
সেখানে তিনি বলেন, আমি সিলভেস্টার স্ট্যলোন এর জন্য পাগল। আমি রকি-র তিনটি ভাগই অসংখ্য বার দেখেছি। আমার মতে তিনি হলেন জীবিত সব থেকে সেক্সিয়েস্ট ম্যান। একই সঙ্গে তিনি একজন খুব ভালো অভিনেতাও।
তিনি আরো যোগ করেন‚ তার গলার আওয়াজ শুনলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এমনকি এখন তার বিষয়ে কথা বলছি তাতেই আমার সারা শরীরে কিছু একটা হচ্ছে। আমি যখন ডিপ্রেশনের মধ্যে থাকি একমাত্র তার সিনেমা দেখলে আমি ঠিক হই। তাকে একবার দেখলেই আমার মন ভালো হয়ে যায়।
শ্রীদেবী বলেন, আমি অন্য কোনো পুরুষের প্রতি এতটা আকর্ষণ বোধ করি না। তিনি আমার আদর্শ পুরুষ। আমার মনে স্বপ্নে আমি যাকে দেখি তিনি সিলভেস্টার ছাড়া অন্য কেউ নন। তাকে সত্যিকারের দেখার আর তার সঙ্গে কাজ করার ইচ্ছা আছে আমার। আমি তাকে নিয়ে এতটাই পাগল তিনি যদি আমাকে বিয়ের জন্য প্রোপোজ করেন আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাব। দ্বিতীয়বার ভাবব না অবধি।
ওই সাক্ষাৎকারে শ্রীদেবী আরো বলেন, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে আমি মাঝে মাঝেই ভূতের আর সাপের স্বপ্ন দেখি। অনেকেই আমাকে বলেছে যারা সাপের স্বপ্ন দেখে তার মানে তাদের অনেক শত্রু আছে।
তবে আমার প্রিয় স্বপ্ন হলো আমি দেখতে পাই একজন সাদা পোশাক পরা ভীষণ হ্যন্ডসাম পুরুষ আমার দিকে এগিয়ে আসছে। আমার কাছে এসে সে আমাকে আলতো করে চুমু খাচ্ছে। এরপরেই চারিদিক পাল্টে যায় আমি আমাদের বিয়ের পোশাকে দেখতে পাই। তার মতো হ্যান্ডসাম পুরুষ আমি আর কখনো দেখিনি।
এমটিনিউজ২৪/এম.জে/ এস