বিনোদন ডেস্ক : শ্রীদেবীর মৃত্যুতে বিহ্বল বলিউড বিশ্বের মানুষ। কাল হাজার হাজার মানুষ সামিল হয়েছিলেন কিংবদন্তি নায়িকার শেষযাত্রায়। কিন্তু চিতার আগুন নেবার আগেই নতুন সংবাদ শুরু হয়ে গিয়েছে।
পঞ্চভূতে এখনও নায়িকার আত্মা মিশে যায়নি। কিন্তু ভারতের বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, ইতিমধ্যেই নাকি নতুন জন্ম গ্রহণ করেছেন শ্রীদেবী। কারণ, এক ছোট্ট শিশুকন্যার ছবি। সত্যি কি মৃত্যুর চারদিনের মাথায় শ্রীদেবীর পুনর্জন্ম হয়েছে! জানা গেল আসল সত্য!
সেই মেয়ের চোখ দু’টি শ্রীদেবীর মতোই উজ্জ্বল। ভিডিওতে চকচকে সেই দুই মিষ্টি চোখের ভঙ্গিমা দেখলে প্রথমেই হাওয়া হাওয়াইয়ের কথাই মনে পড়বে।
ভিডিওতে দেখলেই বোঝা যাবে, নিঃসন্দেহে শ্রীদেবীর সঙ্গে শিশুটির মুখের দারুণ মিল। কিন্তু পুনর্জন্মের যুক্তি কোথায়? প্রথমত, ভিডিওটি দেখলেই আন্দাজ করা যায়, বাচ্চাটির বয়স মাস ছয়েক হবে। অর্থাৎ শ্রীদেবীর মৃত্যুর আগেই তার জন্ম। তাই কোনও ভাবেই পুনর্জন্মের কথা মেনে নেওয়া যায় না।
দ্বিতীয়ত, ভিডিওটি সাম্প্রতিক নয়। বেশ কিছু দিন আগে ইউটিউবে আপলোড হয় ভিডিওটি। তাই পুনর্জন্মের কোনও প্রশ্নই নেই। কিন্তু হয়কে নয় করা সংবাদমাধ্যম আর গুজব ক্যারি করা সোশ্যাল মিডিয়ার দাপটে সেই শিশুর ভিডিও আজ ভাইরাল।
এমটিনিউজ/এসবি