শুক্রবার, ০২ মার্চ, ২০১৮, ০১:১৮:১৪

ছেঁড়া প্যাণ্ট পরে বিপাকে শাকিব খান! এই প্যান্টের পেছনের গল্প..

ছেঁড়া প্যাণ্ট পরে বিপাকে শাকিব খান! এই প্যান্টের পেছনের গল্প..

বিনোদন ডেস্ক : গত দু'দিন ধরে শাকিব খানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। হচ্ছে ট্রল, হচ্ছে হাসাহাসি। এর কারণ কী? শাকিব খানের পরিধেয় প্যান্টের কারণেই মূলত সোশ্যাল মিডিয়ায় এতো আলোড়ন। অনেকের বক্তব্য-শাকিব কেন এরকম প্যান্ট পরেছেন! কেউ বলছেন ছেঁড়া প্যাণ্ট পরার দরকার কী? কেউবা বলছেন এটা কোনো স্টাইল হলো?

এমন সব বাক্যে ছেয়ে আছে সোশ্যাল মিডিয়া। ছেঁড়া প্যাণ্ট পরে রীতিমত বিপাকে শাকিব খান! এই প্যান্টের পেছনের গল্পটা আগে জানা দরকার। গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার অদূরে আশুলিয়ায় একটি রিসোর্টে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। সেখানে লাল ও হলুদ জার্সি পরে বাংলাদেশ ফিল্ম ক্লাবের সদস্যরা ফুটবল খেলার জন্য মাঠে নেমেছিলেন।

লাল-কালো রঙের ১০ নম্বর জার্সি পরে ফুটবল খেলার পাশাপাশি  অধিনায়কের দায়িত্বও পালন করেছেন শাকিব। সেখানে সবাই ফুটবল খেলার হাফপ্যান্ট পরলেও শাকিব তা পরেন নি। শাকিব এই প্যান্ট পরেই খেলতে নেমেছেন। মূলত দৌঁড়ানোর জন্যই শাকিব তাৎক্ষণিকভাবে এই প্যান্ট বেছে নেন।

উল্লেখ্য, সেই প্রীতি এই ফুলবল ম্যাচটি নির্ধারিত ৩০ মিনিট খেলায় ১-১ গোলে ড্র হয়। পরে দুই দলের সম্মতিতে ম্যাচের জয় পরাজয়ের ভাগ্য নির্ধারণ চলে যায় টাইব্রেকারে। গোলরক্ষক আলেকজান্ডারের অসামান্য নৈপূণ্যে ৪-১ গোলে জয় তুলে নেয় শাকিবের দল।

পরে পুরস্কার গ্রহণের সময় জার্সি খুলে গায়ে একটি সাদা শার্ট চাপিয়ে উপস্থিত হন। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক শাকিবের হাতে পুরস্কার তুলে দেন।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে