শুক্রবার, ০২ মার্চ, ২০১৮, ০১:৫৩:৫৩

আমি অতটা নরম মনের না : অভিনেত্রী সানাই

আমি অতটা নরম মনের না : অভিনেত্রী সানাই

বিনোদন ডেস্ক : মাথায় বাজ পড়তেছে আমার। আর কতো? ১লা ফাল্গুনে আমি ফেসবুকে কি ছবি আপলোড করছি তার জন্য আমার বাসার ঠিকানায় উকিল নোটিশ পাঠিয়েছে সুপ্রিমকোর্ট এর উকিল। এটা কতোটা যুক্তিসংগত হয়েছে?

আমি কি আসলেও তেমন কোন পিক আপ দিয়েছি? এগুলো কেন করছেন আপনারা? কোন উদ্দেশ্য থেকে, আমার জানা দরকার। শুরু থেকেই আমার ডানে গেলে দোষ, বামে গেলে দোষ.. কাহিনী কি?

আর এই নোটিশ পাওয়ার পর, আপনারা কি মনে করেছেন, আমি বাসায় লেপ গায়ে দিয়ে কান্না করব? স্যরি, আলহামদুলিল্লাহ্‌ আমি অতটা নরম মনের না। আল্লাহ্‌ আমাকে অনেক সাহসী বানিয়েছেন। এগুলা করে লাভ নাই।

-অভিনেত্রী সানাইয়ের ফেসবুক থেকে সংগৃহীত

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিত্রনায়িকা সানাই এর পোষ্ট করা কিছু ছবি পোষ্ট করার প্রেক্ষিতে তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে। তার এই ছবিগুলো অশ্লীলতার তকমা দিয়ে সুপ্রিম কোর্ট এর এডভোকেট ডি. এইচ দিপু নামের এক আইনজীবি তার বাসার ঠিকানায় একটি আইনি নোটিশ পাঠান। এরপর তার কোন তোয়াক্কা না করে সেই নোটিশটি আবার নিজের ওয়ালে পোষ্ট করেন।

এ প্রসঙ্গে চিত্রনায়িকা সানাই বলেন, আমার মত অনেক তারকা নিজের ছবি ফেসবুকে পোষ্ট করে। তাতে কিন্তু কারো কিছুই হয়না। এমনকি কারো কোন মাথা ব্যাথাও নেই। কিন্তু আমি কয়েকটি ফটো দেয়াতে মনে হয় কারো মাথায় বাজ পরে গেল!

তিনি বলেন, আমি নিজের করে একটা কথায় বলতে চাই মিডিয়াতে যেহেতু কাজ করতে এসেছি। সবার কথায় কান দিয়ে কোন লাভ হবে না। এটা থেকে আমি এটাই বুঝলাম। প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবনে নিজের স্বাধীনতা থাকতেই পারে। আর পিছু লোক অনেক কিছুই বলবে। তা নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই।

প্রসঙ্গত সম্প্রতি সাদেক সিদ্দিকী পরিচালিত “সাহসী যোদ্ধা” নামে সিনেমা আমিন খান, পপি ও চিত্রনায়ক ইমনের বিপরীতে একটি সিনেমায় চুক্তি হয়েছেন সানাই। সিনেমাটির শুটিং ইতিমধ্যে বিএফডিসিতে শুরু হয়েছে। অল্পকিছু দিনের মধ্যে ছবিটির শুটিং শুরু হবে।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে