শুক্রবার, ০২ মার্চ, ২০১৮, ০৮:৪১:৫৪

একা একা পথ চলতে থাকা অপু বিশ্বাস এবার শাকিব খানকে নিয়ে যা বললেন

একা একা পথ চলতে থাকা অপু বিশ্বাস এবার শাকিব খানকে নিয়ে যা বললেন

বিনোদন ডেস্ক: জয়ের ভরণ-পোষণও শাকিবকে দিতে হবে না বলে জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত ২২ ফেব্রুয়ারি অপু- শাকিব খানের বিয়ে বিচ্ছেদের তারিখ ছিল। কিন্তু আইনত সেটা কার্যকর হবে ১১ মার্চ। শাকিব কোনোভাবেই অপুকে গ্রহণ করতে চান না। সেটা তিনি নানাভাবেই বলে ফলে অপু তেমনটাই মেনে নিয়ে একাই পথ চলছেন। একা একা পথ চলতে থাকা অপু বিশ্বাস এবার শাকিব খানকে নিয়ে অনেক কথাই বললেন।

অপু শাকিবের নিকট থেকে কোনো দেনমোহর নেবেন না। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে আমি সন্তানের খরচ শাকিবের কাছ থেকে নিই না। নিতেও চাই না। সম্প্রতি একটি গণমাধ্যমের সাথে আলাপকালে অপু এসব কথা বলেন, তিনি বলেন, শুধু টাকাপয়সা দিলেই সন্তানের বাবা হওয়া যায় না।

আমি কাজ করে, শ্রম দিয়ে টাকা রোজগাড় করে নিজের সন্তানকে বড় করতে চাই। শিগগিরই এই সিদ্ধান্তগুলো আমি আইনজীবীর মাধ্যমে শাকিব খানের কাছে পৌঁছে দেব।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে