শুক্রবার, ০২ মার্চ, ২০১৮, ১০:২২:২৪

মৃত্যুর পরেও শ্রীদেবীর হ্যান্ডলে ট্যুইট

মৃত্যুর পরেও শ্রীদেবীর হ্যান্ডলে ট্যুইট

বিনোদন ডেস্ক : চোখের জলে প্রিয় নায়িকাকে শেষ বিদায় জানিয়েছে গোটা দেশ। কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পরেও চমকের শেষ নেই। এবার শ্রীদেবীর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ভেসে এল ধন্যবাদ জানিয়ে এল বার্তা। না কোনও ফেক অ্যাকাউন্ট নয়।

 শ্রীদেবীর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ওই ট্যুইট করেছেন নায়িকার স্বামী ও নামী প্রযোজক বনি কাপুর। দুঃসময়ে পাশে থাকার জন্য ভক্ত ও নিকটজনদের ধন্যবাদ জানিয়েছেন বনি। ওই বার্তায় তিনি লিখেছেন, 'পরিবার, বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ীদের ও ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি। আ

মরা সকলে মিলে এই ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছি। সারা পৃথিবীর কাছে আমার স্ত্রী চাঁদনি ছিল। তবে আমার কাছে আমার ভালবাসা, বন্ধু, মেয়েদের মা ও সঙ্গী ছিল। মেয়েদের কাছে ও-ই ছিল সব। আমাদের পরিবারের চালিকাশক্তি ছিল শ্রীদেবী।

এই মুহূর্তে মেয়েদের রক্ষা করা প্রয়োজন ও শ্রীদেবীকে ছাড়া জীবনে এগিয়ে চলার শক্তি সঞ্চয় করা প্রয়োজন। আমাদের শক্তি ও হাসির কারণ ছিল। আমাদের জীবন আর আগের মতো হবে না। শান্তিতে থেকো।'
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে