বিনোদন ডেস্ক : নীল নদ নিয়ে রসিকতার অপরাধে কারাদণ্ড হল মিশরের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শিরিন আবদেল ওয়াহাবের। গতবছর শিরিন মজা করে এক ভক্তকে বলেছিলেন, ‘নীল নদের জল পান করা মানে জীবাণু পান করা।’
তাতেই শিরিনের বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য ছড়ানোর’ ছড়ানোর অভিযোগ আনা হয়েছিল। গান গাওয়া, অভিনয় করা এবং সে দেশের জনপ্রিয় শো ‘ভয়েস অফ টিভি’–র বিচারকের দায়িত্ব সামলানো ছাড়াও নানা সমাজসেবামূলক কাজে দেখা যায় শিরিন–কে।
তবে পাঁচ হাজার মিশরীয় পাউন্ডের বিনিময়ে তিনি জামিন পেয়ে যাবেন। তবে তার জন্য তাকে জামিনের আবেদন জানাতে হবে। এদিকে মিশরে আরও এক সঙ্গীতশিল্পী কারাদণ্ড পেয়েছেন। এবার শাস্তির মুখে পপশিল্পী লাইলা আমের।
লাইলা আমেরকে একটি উত্তেজক গান গাইবার দায়ে ব্যভিচার এবং নীতি নৈতিকতা বিবর্জিত কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
এমটিনিউজ/এসএস