শুক্রবার, ০২ মার্চ, ২০১৮, ১২:১৫:১৫

আগের সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন সিদ্ধান্তে শাকিব খান!

আগের সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন সিদ্ধান্তে শাকিব খান!

বিনোদন ডেস্ক : আগের সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন সিদ্ধান্তে শাকিব খান! কী সেই সিদ্ধান্ত? না ব্যক্তিগত জীবন নিয়ে কোনো সিদ্ধান্ত নয়। ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত। ক্যারিয়ারে নতুন কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন। যেগুলো আদতে নিজের মঙ্গলের কথা ভেবেই নেয়া।

যেমন এখন আর আগের মতো ছবি করবেন না। অর্থাৎ ছবির সংখ্যা কমিয়ে দেবেন। সারাবছর দ্ধরে কাজ করবেন না তিনি। তবে বছরে বিভিন্ন উৎসবে তার ছবি থাকবে। আন্তর্জাতিক মানের কাজের জন্য শাকিব নিজেকে প্রস্তুত করছেন তাই এই সিদ্ধান্ত।

এ সম্পর্কে শাকিব গণমাধ্যমকে বলেন, আমার আসলে এখন একটু অবসর দরকার। আমাকে একটু স্থির হতে হবে এখন। আন্তর্জাতিক মানের কাজের জন্য নিজের প্রস্তুতি দরকার। তাই কাজের ফাঁকে মাঝেমধ্যে একটু বিরতিতে যেতে হবে।

তিনি বলেন, নতুন সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে শুধু উত্সবগুলো ধরে কাজ করব। তবে এর আগে হাতে থাকা কাজগুলো শেষ করে নেব।

শাকিব বর্তমানে কলকাতায় রয়েছেন। সেখানে তিনি ভাইজান এলো রে ছবির শুটিং করবেন। এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন কলকাতার শ্রাবন্তী।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে