শুক্রবার, ০২ মার্চ, ২০১৮, ০৬:৩৭:১৬

অভিষেক বচ্চনের জন্যই হোলি থেকে দূরে থাকেন করণ জোহর

অভিষেক বচ্চনের জন্যই হোলি থেকে দূরে থাকেন করণ জোহর

বিনোদন ডেস্ক : হোলি মানেই জমজমাট ব্যপার। আর সেটা যদি বলিউড তারকাদের হোলি হয়, তাহলে তো কথাই নেই। হোলির গান থেকে ভাং, সবই থাকে। কিন্তু জানেন কি, হোলির দিন রঙের থেকে দূরে থাকেন পরিচালক-প্রযোজক করণ জোহর। যে করণ কোনও উৎসব পালন করতে ছাড়েন না, সেই তিনিই নাকি হোলি খেলেন না। তাও আবার অভিষেক বচ্চনের জন্য।

সম্প্রতি এক রিয়ালিটি অনুষ্ঠানে হোলির স্মৃতি নিয়ে বলতে গিয়ে করণ জানিয়েছিলেন, হোলি তাঁর একেবারেই পছন্দ নয়। তিনি বলেন, ছোটোবেলায় একবার হোলিতে অমিতাভ বচ্চনের হোলি পার্টিতে গিয়েছিলেন। সেখানে করণকে রংভর্তি পুলের মধ্যে ফেলে দিয়েছিলেন অভিষেক। সেই ছিল করণের খেলা শেষ হোলি। এরপর থেকে আর হোলি খেলেননি।

সাত-আটের দশক, কিংবা তারও আগে আরকে স্টুডিও ও অমিতাভ বচ্চনের হোলি পার্টি সবথেকে জনপ্রিয় হোলি পার্টি হিসেবে পরিচিত ছিল। এই দিন সব তারকারা প্রথমে আরকে স্টুডিও ও পরে অমিতাভের পার্টিতে যেতেন। তবে অভিষেকের সেদিনের কাণ্ডের পর আর কোনও হোলি পার্টিতে যাননি করণ। অন্যদিকে শ্রীদেবীর প্রয়াণের জেরে বলিউডের সমস্ত হোলি পার্টিও বাতিল করা হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে