শুক্রবার, ০২ মার্চ, ২০১৮, ০৬:৪৪:৩১

অনুশকা শর্মার যে ছবি দেখে ভয় পেয়েছেন বিরাট কোহলি!

অনুশকা শর্মার যে ছবি দেখে ভয় পেয়েছেন বিরাট কোহলি!

বিনোদন ডেস্ক :  শুক্রবারই মুক্তি পেয়েছে অনুশকা শর্মার ছবি পরী। এ ছবিতে প্রধান চরিত্রে তিনি অভিনয় করেছেন তিনি, সেই সঙ্গে ছবির প্রযোজকও তিনি। তাই এ ছবি নিয়ে আনুশকার প্রত্যাশা অনেকটাই। এদিকে বিয়ের পর আনুশকার মুক্তি পাওয়া প্রথম ছবিও এটা।

বিয়ের পরপর শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন আনুশকা, অন্যদিকে দক্ষিণ আফ্রিকা সফরে ব্যস্ত হয়ে পড়েছিলেন কোহলি। দক্ষিণ আফ্রিকা সফর শেষে স্ত্রীর অভিনয় দেখতে হাজির হয়ে গিয়েছিলেন বিরাট কোহলি। গিয়ে তো ছিলেনই, প্রতিক্রিয়াও এল তার থেকে। স্ত্রী আনুশকার ছবি দেখে ভয় পেয়ে গেছেন ২৯ বছর বয়সী ভারত অধিনায়ক।

অনুশকা শর্মার যে ছবি দেখে ভয় পেয়েছেন বিরাট কোহলি :-
স্ত্রীর অভিনয়ে মুগ্ধ কোহলি পরবর্তীতে টুইটারে জানান, তার মতে এ ছবিতে এ যাবত কালের সেরা অভিনয় করেছেন আনুশকা। ছবিটি দেখে টুইটারে কোহলি লিখেছেন, ‘গতরাতে পারি দেখেছি। এটা আমার স্ত্রীর সেরা অভিনয়! অনেক দিন পর আমি একটা সেরা ছবি দেখেছি। কিছুটা ভয়ও পেয়েছি। কিন্তু তোমাকে নিয়ে অনেক গর্বিত @আনুশকা শর্মা।’

গেল বছরের ডিসেম্বরে ইতালিতে বিয়ে করেন কোহলি ও আনুশকা। এরপর মুম্বাই ও দিল্লিতে বিবাহোত্তর সংম্বর্ধনা শেষে ভারতীয় দলের সাথে দু’জনেই দক্ষিণ আফ্রিকা যান। তবে ২ জানুয়ারি আনুশকা ভারত ফিরে যান।

আর কোহলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যস্ত হয়ে পড়েন দেড় মাসব্যাপী দীর্ঘ সিরিজে। টেস্ট সিরিজ হারলেও তার নেতৃত্বে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের ঐতিহাসিক জয় নিয়ে দেশে ফেরে ভারত।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে