শুক্রবার, ০২ মার্চ, ২০১৮, ০৮:৫৫:০৬

'নীল তিমি'র হানা এবার বাংলা ছবিতে

'নীল তিমি'র হানা এবার বাংলা ছবিতে

বিনোদন ডেস্ক : 'নীল তিমি'র হানা এবার বাংলা ছবিতে। 'ব্ল‌ু হোয়েল'। নামটা শুনলেই মনে পড়ে, গত বছর এই গেমের ফাঁদে পা দিয়েই, সারা বিশ্বে তথা আমাদের রাজ্যেও প্রাণ হারিয়েছিল স্কুল-কলেজের বেশ কয়েকজন পড়ুয়া। আবার অনেকে ফিরে এসেছিল নিশ্চিত মৃত্যুর মুখ থেকে। এ বার বাংলায় ব্ল‌ু হোয়েল গেম-কে কন্দ্র করে আসতে চলেছে আস্ত একটা সিনেমা।

পরিচালক অনির্বাণ ঘোষ-এর এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন দর্শনা বনিক, সত্যজিৎ সরকার। ইতোমধ্যেই শ্যুটিং শেষ। এখন চলছ পোস্ট প্রোডাকশনের কাজ। পরিচালক জানিয়েছেন, ফিল্মের মুখ্য বিষয় অনলাইন মোবাইল অ্যাপ গেম ও তার সামাজিক প্রভাব।

যে ভাবে ৫০ দিনের ব্ল‌ু হোয়েল গেম-এর শেষ হতো খেলোয়াড়ের আত্মহত্যা দিয়ে, সেই একই ঘটনা চিত্রায়িত করা হয়েছে ছবিতে। যদিও এর থেকে বেশি কিছু বলতে চাননি পরিচালক অনির্বাণ।

কুখ্যাত এই রাশিয়ান মোবাইল অনলাইন গেমের ত্রাসে গত বছর সন্ত্রস্ত হয়ে উঠেছিল সারা বিশ্ব। টার্গেট ছিল বিশ্বের জেন ওয়াই। আমেরিকা, ইউরোপ, জাপানে, একের পর এক মহাদেশ থেকে দেশ, ভাইরাসের মত ছড়িয়ে পড়েছিল এই অনলাইন মোবাইল গেমের আতঙ্ক।

প্রাণ হারিয়েছিল বহু কিশোর-কিশোরী। রাশিয়ার ২২ বছর বয়সি ফিলিপ বোডিকিন ব্ল‌ু হোয়েল গেমটি তৈরি করেছিল। যার জন্য ফিলিপকে, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করে সাইবেরিয়া আদালত। -এই সময়

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে