বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ার হিসেবে তাঁর বয়স ৪০। আজ তাঁর জন্মদিন। কিন্তু আজও তিনি 'বেবি'। 'বেবি' দিদির কাছে। তিনি তানিশা মুখোপাধ্যায়। দিদি কাজলের কাছে আজও তিনি আদরের 'বেবি'। বোনের জন্মদিনে অভিনব এক গিফট দিলেন কাজল।
জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় উইশ করেছেন কাজল। তানিশার সঙ্গে নিজের একটি ছবিও শেয়ার করেছেন নায়িকা। তিনি ক্যাপশনে লিখেছেন, 'কিছু জোকস রয়েছে যেটা তুমি আর তোমার বোন শুনবে। হ্যাপি বার্থ ডে আমার বেবি বোন।'
ফিল্মি কেরিয়ারে সাফল্য পাননি তানিশা। মা তনুজা এবং দিদি কাজলের সাফল্যের তুলনায় অনেকটাই যেন অসফল তানিশার কেরিয়ার। এই মূহূর্তেও তাঁর হাতে কোনও ছবি রয়েছে কিনা তা জানা যায়নি। তবে তাতে পারিবারিক সেলিব্রেশনে কোনও প্রভাব পড়বে না।
সোশ্যাল মিডিয়ায় দিদি যেমন উইশ করেছেন, তেমনই বন্ধুরাও অনেকেই তানিশাকে ওয়েব দুনিয়ায় বার্থ-ডে উইশ করেছেন। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই তানিশা জন্মদিন সেলিব্রেট করবেন বলে বলি মহলের খবর। --আনন্দ বাজার
এমটিনিউজ২৪/এম.জে/ এস