'হেট স্টোরি'তে জেরিনের যত ভয়!
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  বিনোদন ডেস্ক : এই নিয়ে তিনটি পর্ব তৈরি হলো 'হেট স্টোরি'র। আর এই তিনটিতেই অভিনয় করেছেন তিন জন নায়িকা। তৃতীয় পর্বে অভিনয় করেছেন জেরিন খান। সেখানে নায়িকা ঘরের জিনিসপত্র হাতের নাগালে পেলেই ভাঙতে থাকেন! ঘরের জিনিসপত্র ভাঙেন কেন? জানতে চাওয়া হলে জেরিন বলেন, 'আসলে আমার চরিত্রটা যাই হোক না কেন আমি এই চরিত্রের মধ্যে ভীষণ ভাবে ঢুকার চেষ্টাকরি’। এই ছবিতে নায়িকা বরের প্রতিও এতটাই আকৃষ্ট থাকে যে, তাকে নিজের কাছে ধরে রাখতে যে কোনও পর্যায় পর্যন্ত যেতে পারে এই মহিলা'৷
কিন্তু 'হেট স্টোরি' সিনেমাতে গল্প কেমন সেটা তো আর গুরুত্বপুর্ণ নয়! গুরুত্বপূর্ণ হল বোল্ড সিনস৷ সেই বোল্ড সিনে রাজি হওয়ার আগে আপনার কাছে কেমন লেগেছে? জারিন বলছেন, 'আমি তো একটু ইতস্তত করছিলাম৷ তারপর বিষয়টা নিয়ে মা'র সঙ্গে আলোচনা করি৷ বলি, এমন একটা ছবির অফার এসেছে, যেখানে প্রচুর সাহসী দৃশ্য রয়েছে৷ মা বলেন, সেটা আর এমন কী সমস্যার! এসব দৃশ্য তো আজকাল অধিকাংশ হিন্দি ছবিতেই থাকে৷ সেটা শোনার পর মনে হয় ছবিটা করি৷'
কিন্তু ফ্লোরে এইসব সাহসী দৃশ্য করা কি এতটাই সহজ? জারিন বলছেন, 'ফ্লোরের আবহাওয়া খুই কমফরটেবল ছিল৷ আর আমি নিজে এত কথা বলি, যে কো-অ্যাক্টরদেরও কমফরটেবল করে নিই৷' 'হেট স্টোরি' সিরিজে এই নিয়ে তিনজন অভিনেত্রী প্রধান চরিত্রে অভিনয় করলেন৷ পাওলি দাম আর সুরভিন চাওলা৷ আর এখন আপনি? তা হলে এই তিনজনের মধ্যে পুরুষদের চোখে কে সবচেয়ে সুন্দরী বলে আপনার মনে হয়? জারিন বলছেন, 'এটা আমার পক্ষে অনুমান করা কঠিন৷' 'হেট স্টোরি'-তে কাজ করার অফার যখন এল, তখন নাকি আপনি সালমানের সঙ্গে আলোচনা করেননি বিষয়টা নিয়ে? 'আলোচনা করিনি তেমনটা নয়! তবে আমি সালমানের সামনে কেমন যেন চুপ করে যাই৷ আমার টকেটিভ নেচার উধাও হয়ে যায়!' তা হলে আপনার কী মনে হয়, ভারতীয় দর্শক এখন যথেষ্ট মুক্তমনা এই ধরনের ইরোটিক থ্রিলার দেখার ক্ষেত্রে? জারিন বলছেন, 'ভারতে এখনও অধিকাংশ দর্শকই এমন ছবি দেখতে পছন্দ করেন৷ কিন্তু সে বিষয়ে মুখ খুলতে ভয় পান!'
হেট স্টোরি-তে অভিনয় করা কি ঝুঁকির ব্যাপার? একটু ঝুঁকি যে আছে সে তো নায়িকাদের ফিল্মগ্রাফি অ্যানালিসিস করলেই বোঝা যায়৷ 'হেট স্টোরি'-তে অভিনয় করার কারণেই পাওলি দাম বলিউডে চটজলদি জনপ্রিয়তা পেয়েছিলেন৷ কিন্তু যে পাওলি টলিউডে একেবারে প্রথম সারির অভিনেত্রীদের একজন, সেই পাওলি-ই কিন্তু 'হেট স্টোরি'-র পর বলিউডে আর তেমন কোনও হিট ছবিতে কাজ করেননি এখনও পর্যন্ত! 'হেট স্টোরি টু' করার পর সুরভিন চাওলা-ও বলিউডে দুর্দান্ত কোনও ছবির অংশ হয়েছেন তেমনটা নয়! এখন জারিন খানের ভাগ্যে কী অপেক্ষা করে আছে, সেটাই দেখার বিষয়৷
৫ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �