শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ১১:১৮:১৮

সালমানের এঁটো খেয়ো না!

সালমানের এঁটো খেয়ো না!

বিনোদন ডেস্ক : এই অদ্ভুত শিরোনামের কারণটা ঠিক রকেট-সায়েন্স নয়৷ সিম্পলি গসিপের চলেই করা৷ কিন্তু প্রবাদ অনুযায়ী, ছাইয়ের তলাতেও নাকি অমূল্য রত্ন পাওয়ার চান্স আছে৷ তাই একটু গসিপ ঘেঁটে সেই 'রত্ন' সন্ধানেরই চেষ্টা করলাম। এই প্রতিবেদনে যে-ক'জন নায়িকার কথা বলা হয়েছে, তারা সবাই কোনও না কোনও সময় ছিলেন সালমান খানের বান্ধবী৷ আর সালমানকে ছেড়ে তারা যার যার সঙ্গে সম্পর্ক গড়েছেন, তাদের ক্যারিয়ার গ্রাফ আর উর্দ্ধমুখী হয়নি৷ বরং দিন দিন অস্তমিতই হয়েছে৷ এই নিয়ে প্রচুর ঝগড়া-তর্কাতর্কি হতে পারে, এটাকে কাকতলীয়ও বলে কি উড়িয়েও দেওয়া যায়, কিন্তু পুরো তথ্য ঠিক কোন দিকে আঙুল তুলছে, সেটা বিচার অবশ্য যে যার মতো করতেই পারেন৷ শুধু 'তামাশা'র পর বিষয়টা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখানোই যায়! কেননা, 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির পর রণবীর কাপুরের আর কোনও ছবি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি৷ দীপিকা পাডুকোনের সঙ্গে জুটি বেঁধে ইমতিয়াজ আলির ছবি 'তামাশা' নিয়ে তাই আশা-প্রত্যাশা ছিল তুঙ্গে৷ বিভিন্ন জায়গা ছবির প্রমোশনে একসঙ্গে যাওয়া নিয়ে বান্ধবী ক্যাটরিনা (কাইফ)-এর সঙ্গে খোটাখুটি চলছে, এমন খবরও কান পাতলেই শোনা যাচ্ছিল বলি টাউনে৷ কিন্তু সব কিছু অগ্রাহ্য করে একটা হিটের আশায় ছুটছিলেন রণবীর৷ কিন্তু ছবি মুক্তির পর নানা জনের নানা মত৷ ভাল না খারাপ, তার বিচার নয়, তবে বক্স অফিসের হিসেব বলছে ছবি সেভাবে সাফল্য পেল না৷ সঙ্গীতা-আজহারউদ্দিন : ১৯৯৬ সালের কথা৷ ক্যারিয়ারের শুরুতে সঙ্গীতার সঙ্গে প্রেম ছিল সালমান খানের৷ এমনকী বিয়েও ঠিক হয়ে যায়৷ সেই মতো বিয়ের কার্ডও ছাপা হয়ে যায়৷ কিন্তু বিয়েটা আর হয়ে ওঠেনি৷ সঙ্গীতা বিজলানি বিয়ে করলেন তত্‍কালীন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মোহম্মদ আজাহারউদ্দিনকে৷ তারপর ভালোই যাচ্ছিলো কিন্তু ২০০০ সাল ম্যাচ ফিক্সিং দায়ে সব ধরনের খেলা থেকে বহিষ্কৃত৷ ঐশ্বরিয়া-বিবেক : ২০০৪ সালের কথা৷ 'কিউঁ হো গেয়া না' সেটে আলাপ বিবেক ওবেরয় আর সালমানের প্রাক্তন গার্লফ্রেন্ড ঐশ্বরিয়া রাইয়ের৷ দু'জনের মধ্যে একটা ভালো সম্পর্কও তৈরি হয়৷ অবশ্য সে সম্পর্ক বেশি দিন টেকেনি৷ এরপর ঐশ্বরিয়া তার রিয়েল লাভ খুঁজে পান অভিষেক বচ্চনকে৷ কিন্তু এই ছোট্ট সম্পর্কের পর বিবেকের সিনেমা ক্যারিয়ারে নেমে আসে ফ্লপের সিরিজ৷ ঐশ্বরিয়া-অভিষেক : ২০০৭ সালের কথা। বিয়ে হয় ঐশ্বরিয়া আর অভিষেকের৷ এর পর ২০০৮ আর ২০০৯ সালে যথারীতি 'সরকার রাজ' আর 'পা' সাফল্যের মুখ দেখলেও অভিষেকের ক্যারিয়ারেও নেমে আসে হিটের খরা৷ ক্যাটরিনা-রণবীর : ২০১০ সালের কথা৷ 'আজব প্রেম কি গজব কাহানি'র সেটে আলাপ রণবীর-ক্যাটরিনা-র৷ ইতিমধ্যে দীপিকার সঙ্গে সম্পর্কে ভাঙন শুরু৷ ২০১৩ সালে প্রথম রণবীর আর ক্যাটরিনা ধরা পড়লেন একসঙ্গে ক্যামেরায়৷ তবে দু'জনে নিজেদের সম্পর্কের কথা জানান ২০১৫ সালে৷ এদিকে 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি'র পর রণবীরের ক্যারিয়ারেও ভাটা শুরু৷ আশা ছিল 'তামাশা' নিয়ে৷ কিন্তু তাও আশার মুখ দেখেনি! ৫ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে