বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:৫৩:১৭

'প্রেমে পড়লে মানুষ শুধুই বোকা হতে থাকে'

'প্রেমে পড়লে মানুষ শুধুই বোকা হতে থাকে'

বিনোদন ডেস্ক : 'ফুল ফর লাভ' শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্যে কাজ করেছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা অনুরাগ কাশ্যপ। সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেছেণ তিনি।

সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যারা প্রেমে পড়ে, কেউই সোজা ভাবনা চিন্তা করে না। ভালবাসা সমস্ত অনুভূতির উপরে চেপে বসে। আর মানুষ শুধুই বোকা হতে থাকে!

শারীরিক নিপীড়ন বিরোধী আন্দোলনের জেরে হত্বিক রোশন অভিনীত 'সুপার থার্টি' ছবির কাজ ছাড়তে হয়েছে বিকাশ বেহেলকে। ছবির পোস্ট প্রোডাকশনের বাকি কাজ সামলাবেন অনুরাগ। 

বলিউডে শারিরীক নিপীড়ন বিরোধী আন্দোলন নিয়ে তিনি বলেন, এ আন্দোলনের মাধ্যমে মানুষ সচেতন হচ্ছে। কিছু মানুষ ভয় পাচ্ছে। এটাই হয়তো বদলে দেবে বাকিটা।

অনুরাগের মতে, ব্যর্থতার চেয়ে সাফল্য সামলানো বেশি কষ্টকর, ব্যর্থতা সামলানো কোনও ব্যাপারই নয়। আমি এত বার ব্যর্থ হয়েছি! বরং সাফল্যকে সামলানোই বেশি কঠিন। সত্যিকারের সাফল্যও তো দুর্লভ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে