বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯, ১১:৩৪:৪৪

বড় নষ্টালজিক ছবি এটি

বড় নষ্টালজিক ছবি এটি

বিনোদন ডেস্ক: নোবেল, আফসানা মিমি, রোজী সিদ্দিকী, অপি করিম, ঈশিতা, শহীদুজ্জামান সেলিম, বিপাশা হায়াত, সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন, তৌকির আহমেদ- একঝাঁক পরিচিত মুখ। এখন আর এইসব মুখকে সহজে একসাথে দেখা যায় না। সেই অর্থে ছবিটি দুর্লভ-ই বলা যায়। 

এমনই একটি ছবি শেয়ার করা হয়েছে বিপাশা হায়াতের ফেসবুক পেইজ থেকে। এমন ছবি নব্বই দশকের তরুণ-তরুণীদের হৃদয়ে ঝড় তুলবে খুব স্বাভাবিক। কেননা ওই সময় বেড়ে ওঠা ছেলে-মেয়েরা টেলিভিশনে যেসকল মুখ বারংবার দেখতো তা এই ফ্রেম আবদ্ধ করে রেখেছে।

বিপাশা হায়াত ছবি পোস্ট করে কোনো ক্যাপশন দেননি, অর্থাৎ ছবিটি থেকে বোঝা যাচ্ছে না কবে তোলা হয়েছে। ছবির নিচে একজন মন্তব্য করেছেন, 'বেশ ভারি ফ্রেম, বসন্ত বসন্ত আমেজ আছে বটে।' 

রিশাল নামের একজন লিখেছেন, 'আমাকে যখন কেউ জিজ্ঞেস করে কেন আমি বাংলা নাটক দেখি না, আমি এখনকার কাউকে দোষ দেই না, এই মানুষগুলা ছোটবেলাতেই আমার রুচি নষ্ট করে দিয়েছে!'

খুব স্বাভাবিকভাবে বড় নষ্টালজিক ছবি এটি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে