শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯, ০৯:৫১:৫৩

আমি অশিক্ষিত হয়ে লাত্থি উস্টা খেয়েও বেঁচে আছি, আপনারা শিক্ষিতরা কেন আত্মহত্যা করেন?: হিরো আলম

আমি অশিক্ষিত হয়ে লাত্থি উস্টা খেয়েও বেঁচে আছি, আপনারা শিক্ষিতরা কেন আত্মহত্যা করেন?: হিরো আলম

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়া এবং রাজনীতি মিলিয়ে গত বেশ কয়েকমাস ধরে দেশের আলোচিত চরিত্র আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’। গত সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। এবার বের করেছেন বই। হ্যাঁ, চলতি একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে হিরো আলমের আত্মজীবনীমূলক বই ‘দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেবো।’

–এক জেদি, আনইম্প্রেসিভ চেহারার হিরো আলমের স্বপ্ন দেখানোর বইয়ের জীবন ঘনিষ্ঠ কিছু লাইন।

* আমি অশিক্ষিত হয়ে লাত্থি উস্টা খেয়েও বেঁচে আছি, আপনারা শিক্ষিতরা কেন আত্মহত্যা করেন?

* আমার চেহারাটা নিয়ে আর কি বলবেন? আল্লাহই তো আমারে বানাইছে। আমি তো বানাই নাই। আমি কি করবো? এই চেহারা চেঞ্জ তো করতে পারবো না৷

* জীবনের সব ব্যবসা আমি টাকা দিয়ে করেছি, শুধু নির্বাচন ছাড়া।

* শিক্ষিতরা যে আমারে নিয়ে মজা করেন, আমার জায়গায় থাকলে তো রিসকা চালায়ে খাইতেন। আমি তো তাও চেহারা খারাপ বলে মিডিয়ায় আইছি, আপনার তো চেহারা মুটামুটি। আপনি তো তাও পারতেন না।

* আমি পরিত্যক্ত সন্তান হয়ে চানাচুর বেচে, সিডি, ডিস লাইন, মিউজিক ভিডিও করে ১০-১৫ টা মানুষের দায়িত্ব নিতে পারি, আপনি শিক্ষিত হয়ে কিছু পারেন না কেনো?

* আমি হিরো আলম, আমার ভিডিও দেখে খালি মানুষ হাসবে এই জন্যে কাজ করি। আমার মাইনসের হাসিমুখ দেখতেই ভালো লাগে। এই সব ভাইরাল, সমালোচনা এসবের জন্যে কাজ করি না।

* আমি সকল বিধবা মা, পরিত্যক্ত নারী ও শিশুদের জন্যে একটা সংস্থা করে যেতে চাই, যাতে আমার মায়ের মতো কারো মা’র যেন মাইর খেয়ে রাস্তায় বাচ্চা নিয়ে রাত কাটানো না লাগে —

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে