শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯, ০২:৩৩:৫৩

আমি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি : মৌসুমি

আমি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি : মৌসুমি

বিনোদন ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়ন ফরম তুলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। তাহলে কি অভিনয় ছেড়ে রাজনীতিতে নিয়মিত হবেন মৌসুমি?

হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’ ছবির মুক্তির উপলক্ষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন ছবিটার নায়িকা মৌসুমী। এসময় তিনি রাজনীতি নিয়ে মুখ খোলেন। 

মৌসুমী বলেন, মনোনয়ন ফরম তোলার মধ্য দিয়েই তো পরিষ্কার হয়ে গেছে, আমি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। এখন থেকে নিয়মিতভাবেই রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চাই। নিয়মিত দলীয় নেতা–কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা শুরু করেছি। দলীয় কর্মসূচি নিয়ে নিজ এলাকায়ও মাঝেমধ্যে সফর করার ইচ্ছা আছে।

দেশের প্রায় ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘রাত্রির যাত্রী’। ছবিটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। এই ছবিতে মৌসুমি বিপরীতে দেখা যাবে মিলনকে। এছাড়া আরও অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, এটি এম শামসুজ্জামান, সালাউদ্দিন লাভলু, সোনিয়া হোসেন, মারজুক রাসেল, ও সাদিয়া আফরিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে