ক্রিকেটের সেরা উপস্থাপিকার তালিকায় বাংলাদেশী মডেল
বিনোদন ডেস্ক : সেই সাদাকালো পাঁচ দিনের খেলা আর এখন নেই ক্রিকেট। একসময়ের সেই সাদাকালো দির ছেড়ে ক্রিকেট এখন রঙিন করে তুলেছে। লিভারপুলের তৎকালীন কোচ রাফা বেনিতেজ এবার এ নিয়ে তীক্ষ্ণ কৌতুকও করেছিলেন। রঙিন পোশাকের ওডিআই’ও খুব একটা পরিবর্তন আনতে পারে নি।
তবে সেই দিনে সেই ক্রিকেট নেই এখন। সময়ের ব্যবধানে টি-টোয়েন্টি সব পালটে দিয়েছে। ক্রিকেট শুধু এখন রঙিনই নয়, বরং একটু বেশিই মসলাদার। শুধু সাবেক ক্রিকেটার কিংবা ক্রিকেট ধারাভাষ্যকারের বদলে মাঠে এসেছে নারী উপস্থাপিকা ও চিয়ার্স লিডাররা। তাদের অনেকেই নিজেদের সৌন্দর্য কিংবা আবেদন দিয়ে জয় করেছেন অসংখ্য ক্রিকেটভক্তের মন।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকট্র্যাকার বেছে নিয়েছে বিশ্বজুড়ে সেরা পাঁচ আবেদনময়ী নারী ক্রিকেট উপস্থাপিকাকে। তারা হলেন অস্ট্রেলিয়ার মেল ম্যাকলফলিন, ভারতের মায়ান্তি ল্যাঙ্গার, নিউজিল্যান্ডের লরা ম্যাকগোল্ডরিক, বাংলাদেশের আমব্রিন ও ইংল্যান্ডের বাঙালি বংশোদ্ভূত সাবেক ক্রিকেটার ও উপস্থাপিকা ইশা গুহ। আমব্রিন ২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টারের শীর্ষ ১০ প্রতিযোগীর একজন ছিলেন। বিপিএলের তৃতীয় আসরে তিনি উপস্থাপনা করছেন।
১৪ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস