সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ০৯:০৪:২৩

দিতির শারীরিক অবস্থার উন্নতি

দিতির শারীরিক অবস্থার উন্নতি

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পারভিন সুলতানা দিতির শাররীক অবস্থার কিছুটা উন্নতি ঘটেছে। এমন তথ্য জানিয়েছেন তার ছেলে শাফায়েত চৌধুরী। শাফায়েত বলেন, ‘মায়ের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে’। ভারতের চেন্নাইয়ের এমআইওটি হাসপাতালের (মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি) আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশি চলচ্চিত্রের গুণী এই অভিনয়শিল্পী। শাফায়েত অারো বলেন, ‘ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেওয়ার পর আমরা মাকে কেবিনে নিয়ে যাওয়ার কথাও ভাবছি। চেন্নাইতে আসার পর আমরা ভাড়া বাসা থেকে এনে মাকে চিকিৎসাসেবা দিয়েছিলাম। এর মধ্যে অবস্থার অবনতি হলে তাকে সিসিইউ ও আইসিইউতে রাখতে হয়েছিল। মা সব মিলিয়ে পাঁচ দিন আইসিইউ ও সিসিইউতে ছিলেন।’ এদিকে, সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দিতির মেয়ে লামিয়া জানিয়েছেন, মায়ের শরীরে আরও একটা অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হলে তা সম্ভব নয়। মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। গত ২৯ জুলাই চেন্নাইয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) দিতির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এর আগে ঢাকায় অসুস্থ হয়ে পড়েন দিতি। তখন তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ২৫ জুলাই তাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। গত ২০ সেপ্টেম্বর দেশে ফিরে আসেন দিতি। চেন্নাই থেকে ফিরে আসার পর বাসায় ছিলেন তিনি। অসুস্থতা বেড়ে যাওয়ায় ৩০ অক্টোবর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় ফিরে বেশ কিছুদিন সুস্থ ছিলেন। এরপর মস্তিষ্কে পানি জমায় আবার অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত দিতিকে দ্বিতীয়বারের মতো চেন্নাইয়ে নেওয়া হয়। ৩ নভেম্বর আবারও তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়। ১৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে