মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯, ১০:৩৯:৫১

বিএনপির রণসংগীত গাওয়ার বিষয়ে যা বললেন নচিকেতা

বিএনপির রণসংগীত গাওয়ার বিষয়ে যা বললেন নচিকেতা

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। 'জীবনমুখী' গান দিয়ে এপার-ওপার দুই বাংলার শ্রোতাদের হৃদয়ে জায়গা করে আছেন তিনি। 

হঠাৎ করেই আজ মঙ্গলবার দুপুরের পর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়, বিএনপির জন্য একটি রণসংগীত গাইবেন নচিকেতা। এছাড়া রণসংগীতের শুরুটা হবে নাকি- 'জাগো বাহে, জাগো বাহে, বাতাসে বারুদের গন্ধ, মিছিলের ডাক শুনতে কি পাও।' 

শিগগিরই গানটি নচিকেতার কণ্ঠে রেকর্ড করা হবে। আর খবরটির বরাত দেয়া হয়েছে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের। 

কিন্তু নচিকেতা জানালেন ভিন্ন কথা। মুঠোফোনে যোগাযোগ করা হলে নচিকেতা বলেন, খবরটি ভিত্তিহীন। এখন পর্যন্ত এরকম কোন ঘটনা ঘটেনি। আর এ বিষয়ে আমার সঙ্গে কেউ কথাও বলেননি। সূত্র : বিডি প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে