বিনোদন ডেস্ক : ভারতের নতুন নাগরিকত্ব আইনের বি'রো'ধিতায় অ'গ্নিগ'র্ভ পরিস্থিতি রাজ্যের বিভিন্ন অংশে। রোজ নিত্যনতুন জায়গায় শুরু হচ্ছে বি'ক্ষো'ভ। টায়ার জ্বা'লিয়ে, কুশপুতুল পু'ড়িয়ে, ট্রেনে ভা'ঙচু'র, রাস্তা অ'বরো'ধের মধ্যে দিয়ে ক্ষো'ভ প্রকাশ করছে মানুষ। বি'ক্ষু'ব্ধ বি'দ্ব'জ্জনেরাও।
কিন্তু বি'ক্ষো'ভের পথে না গিয়ে শান্ত প্র'তিবা'দের পথ বেছে নেওয়ার আবেদন জানা তারা। ব্য'তিক্র'ম নন অভিনেতা দেবও। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন অভিনেতা। সেখানে তিনি জনগনকে আইন হাতে না তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন।
ইনস্টাগ্রামে একটি জাতীয় পতাকার ছবি পোস্ট করেছেন দেব। তার ক্যাপশনে তিনি জনগণের জন্য বার্তা দিয়েছেন। অভিনেতা লিখেছেন, 'দেশে সরকার থাকবে, সরকার আইন কানুন তৈরি করবে। পছন্দ না হলে তার প্র'তিবা'দ করাটাই স্বাভাবিক। প্র'তিবা'দ করুন, আন্দো'লন হোক কিন্তু আইন হাতে নেওয়া বা সরকারি সম্পত্তিতে আ'গু'ন লাগানো গ'ণতা'ন্ত্রিক আন্দোলনের পদ্ধতি নয়। এগুলো করবেন না! বিনম্র অনুরোধ।'