বুধবার, ০১ জানুয়ারী, ২০২০, ০৯:৫৭:৩৬

প্রত্যাশা সত্ত্বেও ২০১৯ সালে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে যে ১৩টি বলিউড সিনেমা

প্রত্যাশা সত্ত্বেও ২০১৯ সালে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে যে ১৩টি বলিউড সিনেমা

বিনোদন ডেস্ক : প্রত্যাশা জাগিয়েও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, প্রতি বছরই এমন কিছু ছবি থাকে বলিউডে। ২০১৯ সালেও তার ব্য'তিক্র'ম নয়। এ বছরও মুক্তি পেয়েছে এমন বেশ কিছু হিন্দি ছবি, যার বাণিজ্যিক যাত্রা আশানুরূপ নয়। 

এর মধ্যে কিছু ছবি হয়তো স'মালো'চকদের কাছে প্রশংসিত হয়েছে, কিন্তু প্রযোজকের লক্ষ্মী লাভ হয়নি। আসুন, দেখে নিই ২০১৯ সালের সে রকমই ছবির তালিকা। যাদের ব্যবসায়িক যাত্রাপথ সুগম ছিল না।

কলঙ্ক : করণ জোহরের প্রযোজনায় বহু তারকাখচিত ছবি 'কলঙ্ক' মুক্তি পেয়েছিল এপ্রিলে। বহু প্রত্যাশা জাগিয়েও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবি। ঝাঁ চকচকে সেটে মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, আলিয়া ভাট্ট, সোনাক্ষী সিনহা, আদিত্য রয় কাপূরের মতো তারকাদের অভিনয়ও ভরাডুবি বাঁচাতে পারেনি। 

আকাশছোঁয়া বাজেটের এই ছবি প্রোমোশনেও কার্পণ্য ছিল না। শুরুতে ব্যবসা এগোলেও পরে এর দুর্বল গল্প আর চিত্রনাট্য ফিরিয়ে‌ দেন দর্শকরা। ৮৫ কোটি টাকা খরচ হওয়া এই ছবিটি বক্স অফিসে ব্যবসা করে ৮১ কোটি টাকা। লাভ তো দুরে থাক উল্টো পকেট থেকে ৪ কোটি দেওয়া লেগেছে।

পাগলপন্তী : আগাগোড়া হাস্যরসে মোড়া ছবি। নির্মাতাদের প্রত্যাশা ছিল, সামাজিক এই ছবি দেখতে পরিবারের সবাই মিলে ভিড় করবেন মাল্টিপ্লেক্সে। কিন্তু 'পাগলপন্তী' ছবি এই আশায় কার্যত জল ঢেলে দিয়েছে। অনিল কাপূর-আরশাদ ‌ওয়ারসির অভিনয়ও দর্শককে হলমুখী করতে পারেনি। নভেম্বর মাসে মুক্তি পাওয়া ৬৫ কোটি টাকা বাজেটের এই ছবি ব্যবসা করেছে মাত্র ৩৩ কোটি টাকার।

পানিপথ : পানিপথের তৃতীয় যু'দ্ধ নিয়ে তিন বছর পরে ডিসেম্বরে পর্দায় ফিরেছিলেন আশুতোষ গোয়ারিকর। কিন্তু তার আগের ছবি ‘মহেঞ্জোদাড়ো’-র মতোই ‘পানিপথ’-ও হালে পানি পেল না। অর্জুন কাপূর, সঞ্জয় দত্তের অভিনয়ে মারাঠা-আফগান দ্ব'ন্দ্ব স'মালো'চকদের প্রশংসা পেয়েছে। কিন্তু দর্শকরা এই ছবির থেকে মুখ ফিরিয়েই ছিলেন। ৯০ কোটির টাকা বাজেটের এই ছবি ব্যবসার পরিমাণ মাত্র ৩২.৬২ কোটি টাকা।

জবরিয়া জোড়ি : মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও শেষর'ক্ষা হয়নি ৪৬ কোটি বাজেটের 'জবরিয়া জোড়ি'র। সিদ্ধার্থ মালহোত্র এবং পরিণীতি চোপড়ার জুটিকে জবর বলে মনে হয়নি দর্শকদের। পরিবর্তে সবাই দেখেছে এই ছবির সঙ্গে মুক্তি পাওয়া 'মিশন মঙ্গল' এবং 'বাটলা হাউজ'। ফলে আগস্টে মুক্তিপ্রাপ্ত 'জবরিয়া জোড়ি'র বক্স অফিস কালেকশন ১৬.৩৩ কোটি টাকা।

পল পল দিল কে পাস : সানি দেওল তার ছেলে করণকে লঞ্চ করছেন। ফলে 'পল পল দিল কে পাস' নিয়ে ইন্ডাস্ট্রির কৌতূহল বেশি ছিল। এই ছবিটির মুক্তির দিন বেশ কয়েকবার পরিবর্তিত হয়। শেষ অবধি ছবিটি মুক্তি পায় ২০ সেপ্টেম্বর। কিন্তু এই রোমান্টিক মিউজিক্যাল ড্রামা দর্শক অনুগ্রহ পায়নি। ব্যবসা করেছে ৭.৯৫ কোটি টাকার।

সোনচিড়িয়া : চম্বল উপত্যকার গল্প 'সোনচিড়িয়া' নিয়ে দর্শকদের প্রত্যাশার পারদ ছিল প্রথম থেকেই। ছবিতে সুশান্ত সিং রাজপুত ও ভূমি পেডনেকরের অভিনয়ও প্রশংসিত হয়। কিন্তু দর্শকরা এই ছবি দেখতে হলে পা রাখেননি। মার্চে মুক্তি পাওয়া ছবিটির প্রযোজকদের সন্তুষ্ট থাকতে হয় ৬.৬০ কোটি টাকার ব্যবসা নিয়েই। অনেকেরই অভিযোগ, দু'র্ব'ল প্রোমোশনের জন্যই এই ছবি আশানুরূপ জনপ্রিয়তা পায়নি।

প্রস্থানম : দু'র্দা'ন্ত অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও ছিল সঞ্জয় দত্তের। কিন্তু 'প্রস্থানম' বক্স অফিসে মুখ থু'বড়ে পড়ে। সেপ্টেম্বরে মুক্তি পাওয়া ছবিটি ব্যবসা করে মাত্র ৪.৭৫ কোটি্ টাকার। চলচ্চিত্র বিশেষজ্ঞদের ধারনা, বক্স অফিসে এই ছবিটির আরও ভাল ফল করা উচিত ছিল।

খানদানী শফাখানা : শিল্পী দাশগুপ্তের পরিচালনায় 'খানদানী শফাখানা' মুক্তি পেয়েছিল আগস্টে। বাজেট ছিল ২৬ কোটি টাকা। কিন্তু প্রযোজকদের চ'র'ম হ'তা'শ করে এই ছবি ব্যবসা করে মাত্র ৩.৮৩ কোটি টাকার। বরুণ শর্মা, সোনাক্ষী সিনহার স্টারডমও দর্শককে আকর্ষণ করতে ব্য'র্থ হয়।

দ্য বডি : ঋষি কাপূর-ইমরান হাশমি অভিনীত 'দ্য বডি' হতেই পারত সফল ক্রাইম থ্রিলার। কিন্তু এ বছরের আর একটি থ্রিলার 'বদলা' যতটাই সপল, ততটাই ব্য'র্থ 'দ্য বডি'। ছবিটি মুক্তি পেয়েছিল ১৩ ডিসেম্বর। কিন্তু সমালোচক বা দর্শক, কোনও মহলেই দা'গ কাটতে পারেনি। মাল্টিপ্লেক্স থেকেও অল্প ক'দিনের মধ্যেই উ'ধাও হয়ে যায় ছবিটি। ব্যবসা করেছে ৩.৪৪ কোটি টাকার।

হোয়াই চিট ইন্ডিয়া : ইমরান হাশমির আরও একটি অ'পরা'ধমূলক ছবি, সৌমিক সেন পরিচালিত 'হোয়াই চিট ইন্ডিয়া'-ও ব্য'র্থ বক্স অফিসে। ছবিটি মুক্তি পেয়েছিল জানুয়ারিতে। ২০ কোটি টাকা বাজেটের ছবি ব্যবসা করেছে ৮.৬৬ কোটি টাকা।

অর্জুন পাতিয়ালা : অ্যা'কশ'ন কমেডি 'অর্জুন পাতিয়ালা' মুক্তি পেয়েছিল জুলাইয়ে। দিলজিৎ দোসাঞ্জ, কীর্তি শ্যানন অভিনীত ছবির বাজেট ছিল ২৫ কোটি টাকা। কিন্তু বক্স অফিসে চলেনি। ব্যবসা করেছে ৯.২৪ কোটি টাকার।

ফোটোগ্রাফ : রীতেশ বাত্রার পরিচালনায় 'ফোটোগ্রাফ' মুক্তি পায় মে মাসে। তার আগের ছবি 'লাঞ্চবক্স'-এর মতো এই ছবিটিও স'মালো'চকদের কলমে প্রশংসিত হয়। নওয়াজুদ্দিন সিদ্দিকি এবং সান্যা মলহোত্রর অনবদ্য অভিনয় ছবিটির মূল সম্পদ। কিন্তু বাণিজ্যিক বিচারে এই ছবি বেশ পিছিয়ে। ব্যবসা করেছে ১.২৯ কোটি টাকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে