বুধবার, ০১ জানুয়ারী, ২০২০, ১০:৩০:০৮

গদিতে বসে ধর্মের নামে লাঠি ঘোরাতে দেব না : স্বস্তিকা

গদিতে বসে ধর্মের নামে লাঠি ঘোরাতে দেব না : স্বস্তিকা

বিনোদন ডেস্ক : দিন কয়েক আগেই ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনী ফলাফলের পর বিজেপিকে 'রাম' ক'টা'ক্ষ করেছিলেন। এবার ফের নামোল্লেখ না করে গেরুয়া শিবিরের উদ্দেশে ঝাঁজালো মন্তব্য করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী।

কোনওরকম রাখঢাক না করেই সাফ বললেন, 'নামে কিছু আসে যায় না।' খেটে খাওয়া মানুষেরা সবাই এদেশের নাগরিক। গদিতে বসে ধর্মের দোহাই দিয়ে ছড়ি ঘোরাতে দেব না। 

স্বস্তিকার কথায়, 'আদাব/নমস্কার। আমার নাম স্বস্তিকা মুখার্জী। তা না হয়ে রাজিয়া খাতুন বা শবনম খান হলেও অসুবিধা হত না। আমি এদেশের নাগরিক, এদেশ আমার, এটাই শেষ কথা। আমি খেটে খাওয়া মানুষ। আরও সহস্র কোটি মানুষের মতোই মুখে র'ক্ত তুলে খেটে খাই। গদিতে বসে ধর্মের নামে মানুষকে পি'শা'চ বানিয়ে লাঠি ঘোরাতে দেব না।' 

মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এরকমই ঝাঁ'জা'লো পোস্ট করলেন অভিনেত্রী। স্বস্তিকার এই ফেসবুক পোস্টের পরই শোরগোল পড়ে যায় নে'টদু'নিয়ায়। ভা'ইরা'ল হতেও সময় নেয়নি। সোশ্যাল মিডিয়ায় নিজের মতপ্রকাশের পাশাপাশি নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও ই'ঙ্গিত দিলেন কি স্বস্তিকা! 

অভিনেত্রীর এই ফেসবুক পোস্টে নেটিজেনদের একাংশ যেমন সমর্থন জানিয়েছেন। বিজেপি সমর্থকরা আবার পালটা অভিনেত্রীকে ধুয়ে দিতেও ছাড়েননি। নিন্দুকদের ভাষায় তিনি 'রুক্ষ্ম' হলেও অনুরাগীদের কাছে তিনি পরিচিত স্পষ্টবক্তা বলেই। যিনি কোনওরকম ভনিতা না দেখিয়ে সোজা ভাষায় কথা বলার পথ বেছে নেন।

মঙ্গলবারও তাই করলেন নায়িকা। নাগরিকত্ব ইস্যুতে জামিয়া কা'ণ্ডের পরও মোদি সরকারকে ক'টা'ক্ষ করতে ছাড়েননি অভিনেত্রী। এই অবশ্য প্রথম নয়। গেরুয়া হোক কিংবা সবুজ, তার ক'টা'ক্ষ থেকে বাদ যায়নি কোনও শিবিরই। যেমন, গতবছর লোকসভা ভোটের সময় আসানসোল প্রার্থী মুনমুন সেনের 'বেড-টি' অভ্যাস নিয়ে ক'টা'ক্ষ করেছিলেন। 

ঝাড়খন্ড নির্বাচনে বিজেপির হা'রের পর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'আর বলুন, জঙ্গলে বাস করা ভাই-বোনেরা. জঙ্গলবাসীরা তো জঙ্গলে মঙ্গল করে দিয়েছেন', ঝাড়খন্ডে বিজেপির হারের খবর প্রকাশ্যে আসার পর এমন কথাই নিজের ফেসবুক পোস্টে লিখেছিলেন স্বস্তিকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে