বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০১:২৩:১২

জেএনইউতে যাওয়ায় বিজেপির তো'পের মুখে দীপিকা পাডুকোন

জেএনইউতে যাওয়ায় বিজেপির তো'পের মুখে দীপিকা পাডুকোন

বিনোদন ডেস্ক : দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনায় প্রকাশ্যে ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। মঙ্গলবার হঠাত্‍ই জেএনইউয়ে চলে আসেন প্রকাশ কন্যা। ঠায় দাঁড়িয়ে শোনেন কানহাইয়াদের বক্তব্য। 

কথা বলেন আহত, মাথায় ব্যান্ডেজ বেঁধে বসে থাকা ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের সঙ্গেও। আর এভাবে পড়ুয়াদের পাশে দাঁড়ানো, সত্যিটা বলারই বোধহয় এবার মূল্য চোকাতে হবে তাকে। দীপিকার জেএনইউয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আসতে না আসতেই তার আসন্ন সিনেমা '‌ছপক' বয়কটের ডাক দিয়ে বসলেন এক বিজেপি নেতা। সোশ্যাল মিডিয়ায় টুইটও করলেন। 

এছাড়াও ইতিমধ্যে ‌কিন্তু এর জন্যই ‌সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হ্যা'শট্যা'গ। যা দেখে সাধারণ নে'টিজেনরা বলতে শুরু করেছেন, '‌সবই বিজেপির আইটি সেলের কামাল'‌। এদিন দীপিকার জেএনইউ যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই টুইট করেন দিল্লি বিজেপির মুখপাত্র তাজিন্দর পাল সিং বগ্গা। 

লেখেন, '‌যদি আফজল গ্যাং এবং টু'করে টু'করে গ্যাংকে সমর্থন করার জন্য আপনি যদি দীপিকার সিনেমা ব'য়ক'ট করেন, তাহলে আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন।' অর্থাত্‍ বিজেপির বিপক্ষে গিয়ে কানহাইয়া-ঐশীদের সমর্থন জানাতেই এবার দীপিকার সিনেমা ব'য়ক'টে সো'চ্চার হলেন খোদ বিজেপিরই মুখপাত্র। 

এছাড়া সোশ্যাল মিডিয়াতেও বিজেপির একাধিক সদস্য দীপিকার সিনেমা ব'য়ক'টের ডাক দিয়েছেন। যা নিয়ে পা'ল্টা স'মালো'চনা নেটিজেনদের গলাতেও। এর আগে জেএনইউয়ের ঘটনায় মুখ খুলে দীপিকা বলেছিলেন, '‌ভাল লাগছে এইটা দেখে যে আমরা এখনও ভ'য় পাইনি। আমি এখনও মত প্রকাশ করতে ভ'য় পাই না। দলে দলে মানুষ নিজের মত প্রকাশ করতে রাস্তায় বেরিয়ে আসছেন, স্বর চ'ড়াচ্ছেন, যা আমাদের ভবিষ্যত প্রজন্মের জীবনকে আরও সুখ ও স্বাধীনতা এনে দেবে।'‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে