বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০৬:৫২:১৭

জেএনইউ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছে দীপিকা

জেএনইউ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছে দীপিকা

বিনোদন ডেস্ক : 'সাপোর্ট দীপিকা', 'বয়কট ছপাক' অথবা 'শেম অন বলিউড'। এ রকম শব্দবন্ধের সঙ্গে হ্যাশট্যাগে ছয়লাপ সোশ্যাল মিডিয়া। তা'ণ্ডবের পরে জেএনইউ-এর আ'ক্রা'ন্ত ছাত্রছাত্রীদের পাশে উপস্থিতি, দীপিকাকে একই সঙ্গে নন্দিত ও নিন্দিত করেছে ভা'র্চু'য়াল দুনিয়ায়। 

তার পক্ষে ও বিপক্ষে, এই দু'টি মেরুতে বি'ভ'ক্ত নেটিজেনদের ভার্চুয়াল দেওয়াল। জেএনইউ-কা'ণ্ডে পড়ুয়াদের পাশে থাকার বার্তা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় দীপিকা পৌঁছান দিল্লীর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সবরমতী টি পয়েন্টে। ছাত্রছাত্রীদের জমায়েতে ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের পাশে দাঁড়িয়েই প্র’তিবা’দে সামিল হন তিনি। 

কালো হাইনেকে দীপিকার ভা'রাক্রা'ন্ত ছবি দ্রুত ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। প্রথমে শুধুই প্রশংসা। সাধারণ মানুষ তো বটেই, বলিউডের তারকারাও সাধুবাদ জানান দীপিকা। পরিচালক অনুরাগ কাশ্যপ এবং নিখিল আডবাণী বলেন, প্রযোজক হিসাবে প্রথম ছবির মুক্তির মুখে দীপিকার এই পদক্ষেপ যথেষ্ট সা'হ'সী ও প্রশংসনীয়। অনুরাগ তো তার টুইটার হ্যান্ডেলে প্রোফাইলের ছবিই পাল্টে ফেলেন। সেখানে দেখা যাচ্ছে— ঐশী ঘোষের সামনে নমস্কাররত দীপিকাকে।

আগামী শুক্রবার, ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে 'ছপাক'। প্রযোজক হিসাবে এটাই দীপিকার প্রথম ছবি। মেঘনা গুলজার পরিচালিত এই ছবি তুলে ধরেছে অ্যাসিড আ'ক্রা'ন্ত লক্ষ্মী আগরওয়ালের জীবন সংগ্রাম। 'মালতী' নামে মূল চরিত্রে অভিনয় করছেন দীপিকা। ছবির প্রচারে তিনি এখন বিভিন্ন শহরে ঘুরছেন।

তার সবরমতী টি পয়েন্টে যাওয়াও নাকি ছবির সুকৌশলী প্রচারেরই অঙ্গ! এমনই মন্তব্য কঙ্গনা রানাউতের বোন রঙ্গোলি চাণ্ডেলসহ ইন্টারনেটের একাংশের। রঙ্গোলির মতে, দীপিকা জেএনইউ গিয়েছিলেন 'ছপাক'-এর মুক্তির আগে নিজের জনসংযোগ মজবুত করতে।

মঙ্গলবার সন্ধ্যায় প্র'তিবা'দী দীপিকার স'মালো'চনায় পোস্ট করেন বিজেপি মুখপাত্র তাজিন্দর পাল সিং বাগ্গা। টুইটারে তিনি দীপিকাকে ব'য়ক'টের ডাক দেন। এর পরই ইন্টারনেটে বাড়তে থাকে অভিনেত্রীর প্রতি বিদ্বে'ষমূ'লক মন্তব্য। তী'ব্র হয় ‘বয়কটের ডাক’। অনেকে ছপাক-এর টিকিট ক্যানসেল করে তার স্ক্রিনশটও শেয়ার করেন। 

তবে 'বয়কট ছপাক'-এর পা'ল্টা হ্যা'শট্যা'গ 'ছপাক দেখো টপাক সে' আসতেও সময় নেয়নি। অনেকে আবার হ্যা'শট্যা'গ, পা'ল্টা হ্যা'শট্যা'গে না গিয়ে সরাসরি দীপিকার সমর্থনে ফেসবুক এবং টুইটারে বার্তা পোস্ট করেছেন। অনুরাগ, নিখিল আডবাণীর পাশাপাশি শাবানা আজমি, সিমি গারেওয়াল, স্বরা ভাস্কর, বিশাল ভরদ্বাজ, রিচা চড্ডার মতো তারকারা দীপিকার পাশে দাঁড়িয়েছেন। সহ-অভিনেত্রীকে সমর্থন করেছেন ‘ছপাক’-এ দীপিকার বিপরীতে থাকা বিক্রান্ত মেসী।

এ দিকে সোমবার মুম্বাইয়ে জেএনইউ তা'ণ্ডবের প্র'তিবা'দে যে মিছিল হয়েছিল, তাতে যোগ দিয়েছিলেন অনুরাগ কাশ্যপ, অনুরাগ বসু, তাপসী পান্নু, গহর খান, বিশাল ভারদ্বাজ, রিচা চাড্ডা, আলি ফজল, রীমা কাগতি, দিয়া মির্জাসহ বলিউডের বেশ কিছুচেনা মুখ। অনিল কাপূর এবং আদিত্য রয় কাপূরও মঙ্গলবার এই ঘটনার তী'ব্র প্র'তিবা'দ করেন।

ঠিক কী হয়েছিল রবিবার? জেএনইউ-র পড়ুয়ারা জানিয়েছেন, রবিবার বিকাল থেকেই ক্যাম্পাসে আচমকা ভিড় জমতে শুরু করে। মুখো'শধারী গু'ন্ডারা প্রথমে সবরমতী ধাবার বাইরে জড়ো হয়। অভিযোগ, এর পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের এবিভিপি নেতা-নেত্রীরা ভাড়াটে গু'ন্ডাদের নিয়ে ক্যাম্পাসে ঢুকে পড়েন। 

তাদের অভিযোগ, এর পর, রড, লাঠি, বাঁশ নিয়ে পড়ুয়াদের উপরে চড়াও হয় তারা। হোস্টেলের আলো নিভিয়ে হা'মলার পাশাপাশি সবরমতী, কাবেরী, পেরিয়ার ছাত্রাবাসে ভা'ঙ'চুরও চলে। সভানেত্রী ঐশী ঘোষসহ বেশ কয়েকজন ছাত্রছাত্রী ছাড়াও আহ'ত হন কয়েকজন অধ্যাপকও। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি দিল্লি পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে